1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুহাম্মদ ইউনূস

১৩ মে ২০১২

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিতর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা৷ খ্যাতিমান আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক বলেছেন যার যে যোগ্যতা নেই সে সেই বিষয় নিয়ে কথা বলছে৷

https://p.dw.com/p/14uPy
Nobel Peace Prize winner Muhammad Yunus speaks during a business forum in Athens on Wednesday, Oct. 3, 2007. Yunus Bangladeshi economist and the Grameen Bank he founded won the Nobel Peace Prize in 2006 for their pioneering use of tiny, seemingly insignificant loans microcredit to lift millions out of poverty. (AP Photo/Thanassis Stavrakis)
Nobel Friedenspreis Gewinner Muhammad Yunusছবি: AP

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ঢাকা সফরের পর ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা শুরু করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ এরপর স্থানীয় সরকার মন্ত্রী ড. ইউনূসের নোবেল জয় নিয়েই প্রশ্ন তোলেন৷ আর সর্বশেষ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাকে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরাসরি রাজনীতিতে নামারই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷

রাজনীতিবিদদের এসব কথার জবাবে ঢাকায় এক সেমিনারে খ্যাতিমান আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক বলেছেন গুণীজনদের সম্মান না করলে আমরা নিজেরাই ছোট হয়ে যাব৷ যারা ড. ইউনূস সম্পর্কে আপত্তিকর কথা বলছেন তাদের এসব বন্ধ করা উচিত৷

r. Abul Mal Abdul Muhit is the Finance minister of Bangladesh Government.
ইউনূসের সমালোচনাকারীদের অন্যতম অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতছবি: Samir Kumar Dey

আর অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলকে বলেন যারা এসব কথা বলছেন তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছেন৷ এসব রাজনৈতিক কথাকে কোন গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না৷

তিনি বলেন দু'চারজন রাজনীতিবিদ আর দেশের মানুষের মতকে এক করে ফেললে চলবে না৷ তাদের মতামত জাতির মতামত এমন ভাবার কোন কারণ নেই৷ তিনি বলেন লালনের যুগের কোন রাজনীতিবিদকে মানুষ এখন আর চেনে না৷ কিন্তু লালন এখনো সবার আপনজন৷

ড. ইমিয়াজ বলেন, যারা গুণীজনদের অসম্মান করবেন তাদের জবাব তারা এক সময় পাবেনই৷ ইতিহাসই যার যার অবস্থান ঠিক করে দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য