মুহাম্মদ ইউনূস
১৩ মে ২০১২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ঢাকা সফরের পর ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা শুরু করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ এরপর স্থানীয় সরকার মন্ত্রী ড. ইউনূসের নোবেল জয় নিয়েই প্রশ্ন তোলেন৷ আর সর্বশেষ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাকে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরাসরি রাজনীতিতে নামারই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷
রাজনীতিবিদদের এসব কথার জবাবে ঢাকায় এক সেমিনারে খ্যাতিমান আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক বলেছেন গুণীজনদের সম্মান না করলে আমরা নিজেরাই ছোট হয়ে যাব৷ যারা ড. ইউনূস সম্পর্কে আপত্তিকর কথা বলছেন তাদের এসব বন্ধ করা উচিত৷
আর অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলকে বলেন যারা এসব কথা বলছেন তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছেন৷ এসব রাজনৈতিক কথাকে কোন গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না৷
তিনি বলেন দু'চারজন রাজনীতিবিদ আর দেশের মানুষের মতকে এক করে ফেললে চলবে না৷ তাদের মতামত জাতির মতামত এমন ভাবার কোন কারণ নেই৷ তিনি বলেন লালনের যুগের কোন রাজনীতিবিদকে মানুষ এখন আর চেনে না৷ কিন্তু লালন এখনো সবার আপনজন৷
ড. ইমিয়াজ বলেন, যারা গুণীজনদের অসম্মান করবেন তাদের জবাব তারা এক সময় পাবেনই৷ ইতিহাসই যার যার অবস্থান ঠিক করে দেবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী