ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা
২৫ ফেব্রুয়ারি ২০১১ইউনিয়ন পরিষদ নির্বাচন' সুষ্ঠুভাবে শেষ করতে নির্বাচন হচ্ছে ধাপে ধাপে৷ তাই প্রথম ধাপে উপকুলীয় এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হল৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, কোন প্রার্থী দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারবেনা৷ মন্ত্রী, এমপি বা রাজনৈতিক নেতারা নির্বাচনী এলাকায় কারও পক্ষে কাজও করতে পারবেন না৷
১২টি জেলার ৫৯৬টি ইউনিয়নের ৫৯৬ জন চেয়ারম্যান, ১,৭৮৮ টি সংরক্ষিত আসনের সদস্য এবং ৫,৩৬৪টি সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনের সময় কোন ধরনের সভা-সমাবেশ করা যাবেনা৷ আর শো ডাউনও নিষিদ্ধ৷ ৫৯৬টি ইউনিয়ন পরিষদের পর বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে৷
নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার এবং সদস্য পদ প্রার্থীরা ১ লাখ ১০ হাজার টাকা খরচ করতে পারবেন৷ নির্বাচনের দিন ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন