1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনের মানুষকে শীত থেকে বাঁচাতে জার্মানির সাহায্য

৫ নভেম্বর ২০২৪

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক এখন ইউক্রেনে। অতিরিক্ত ২০ কোটি ইউরো সাহায্য দেয়ার কথা জানালেন তিনি।

https://p.dw.com/p/4mbap
কিয়েভের কাছে একটি বিমান বিধ্বংসী কামানের পাশে বেয়ারবক।
ইউক্রেনকে বাড়তি ২০ কোটি ইউরো দেয়ার কথা ঘোষণা করলেন বেয়ারবক। ছবি: Jörg Blank/dpa/picture alliance

রাশিয়া এখনো সমানে ইউক্রেনের পরিকাঠামোর উপর আক্রমণ করে যাচ্ছে। তার মধ্যেই যুদ্ধ শুরুর পর তৃতীয় শীত আসতে চলেছে। উত্তর কোরিয়া যেভাবে রাশিয়াকে সাহায্য করছে তা নিয়েও ইউক্রেনের  বন্ধু দেশগুলি উদ্বিগ্ন। এই পরিপ্রেক্ষিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বাড়তি অর্থসাহায্যের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ।

এই বাড়তি সাহায্য দিয়ে যুদ্ধক্ষেত্রের কাছের জায়গাগুলিতে থাকা মানুষকে সাহায্য করা হবে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''ইউক্রেনের মানুষকে কম্বল, শীতের কোট-সহ অন্য প্রয়োজনীয় জিনিস দেয়া হবে। এর ফলে তারা ভয়ংকর ঠান্ডার মোকাবিলা করতে পারবেন।''

তিনি জানিয়েছেন, এই অর্থের পুরটাই মানবিক ত্রাণ। এই অর্থ বিদ্যুৎক্ষেত্রে খরচ করা যাবে না। মানুষকে শীতের হাত থেকে বাঁচাতে এই অর্থ খরচ করতে হবে। এই অর্থ দিয়ে শীতের পোশাক কেনা যাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এখন পূর্ব ইউক্রেনে দ্বিগুণ বেগে আক্রমণ করার জন্য উত্তর কোরিয়ার সাহায্য চাইছেন। বেয়ারবক জানিয়েছেন, পুটিন ইচ্ছে করেই ইউক্রেন-জুড়ে জীবনদায়ী ব্যবস্থাগুলি ধ্বংস করতে চাইছেন। রাশিয়া বিদ্যুৎকেন্দ্রে বোমা ফেলছে, বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করছে। এটা খুবই ভয়াবহ কৌশল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া ঢুকে যাওয়ার পর তিনি বেয়ারবকের সঙ্গে নির্ণায়ক অ্যাকশন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ''আমরা ইউরোপের কাছে আর্জি জানিয়ে বলছি, উত্তর কোরিয়ার সেনা একটি সার্বভৌম ইউরোপীয় দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে নামছে।''

কুরস্কে ১১ হাজার উত্তর কোরিয়ার সেনা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কুরস্কে রাশিয়ার সীমান্তে উত্তর কোরিয়া থেকে ১১ হাজার সেনা এসেছে।

জেলেনস্কি তার বিডিও বার্তায় বলেছেন, ''আমরা দেখছি, উত্তর কোরিয়ার সেনার সংখ্যা বাড়ছে। দুর্ভাগ্যজনক ঘটনা হলো, আমাদের অংশীদারদের এনিয়ে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।''

তিনি জানিয়েছেন, ইউক্রেনের গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি এই কথা বলেছেন।

এটা এখনো স্পষ্ট নয়, উত্তর কোরিয়ার সেনা ইউক্রেনের সেনার বিরুদ্ধে যুদ্ধ করবে কি না।

পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়ার আরো দুই হাজার সেনা গেছে। সবমিলিয়ে রাশিয়ায় উত্তর কোরিয়ার ১১ থেকে ১২ হাজার সেনা আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র।

দক্ষিণ কোরিয়াকে অনুরোধ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সামাজিক মাধ্যমে বরেল জানিয়েছেন, তারা নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। তিনি দক্ষিণ কোরিয়াকে বলেছেন, তারা যেন ইউক্রেনকে আরো বেশি করে সমর্থন করে।

বরেল বলেছেন, "রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। ইউক্রেনকে সমর্থন করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। আমি দক্ষিণ কোরিয়াকে সেই সাহায্যের পরিমাণ বাড়াতে উৎসাহিত করেছি।"

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো