1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ডে যেতে পারবেন

২৫ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরতে ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢোকার অনুমতি দেবে সে দেশের সরকার৷ এ বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস৷

https://p.dw.com/p/47a8O
ছবি: SOCIAL MEDIA/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে৷ এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন৷’’

যাদের পাসপোর্ট নেই, তারাও ট্র্যাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন, প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস৷

ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল শুক্রবার সকালে পোল্যান্ড- ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন৷’’

দূতাবাস বলছে, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ ঘটছে, পেট্রলের অপ্রতুলতা রয়েছে এবং পথে অতিরিক্ত যানজটের খবর আসছে৷ কাজেই পোল্যান্ড সীমান্ত থেকে দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়া প্রয়োজন৷ যাদের সঙ্গে বৈধ কাগজপত্র নেই, তাদেরও পোল্যান্ডে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ওয়ারশর বাংলাদেশ মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন৷

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের উপর স্থলপথে ও আকাশ পথে হামলা শুরু করেছে৷ রাজধানী কিয়েভেও গোলাবর্ষণ হচ্ছে৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিরা আটকে পড়েছেন এবং তারা উদ্ধারের আকুতিও জানাচ্ছেন৷ এদের বেশিরভাগই শিক্ষার্থী৷

ইউক্রেনের কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্ব প্রায় পাঁচশ কিলোমিটারের৷ সেখানে বিমান চলাচল এখন বন্ধ৷ স্থলপথে যানবাহন চলাচলও স্বাভাবিক নয়৷ এমন পরিস্থিতিতে পোল্যান্ড যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা জানিয়েছেন৷ অনেক বাংলাদেশি শিক্ষার্থীর হাতে পোল্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট টাকাও নেই৷ বাংলাদেশ থেকে সেখানে টাকা পাঠানো জটিল বলে তাদের সঙ্কট আরও বেশি৷

ইউক্রেনের থেকে পোল্যান্ডের বিপরীত দিকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে মারিওপোলে কিছু বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে৷ বৃহস্পতিবার রুশ বাহিনী সেখানে হামলা করেছে৷ ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশের দূতাবাস থেকে তাদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে৷

ইউক্রেনে মোট কতজন বাংলাদেশি আছেন, সরকারের খাতায় তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই৷ তবে এক থেকে দেড় হাজার হতে পারে বলে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনের ধারণা৷

ইউক্রেন থেকে ইতোমধ্যে অনেকে পোল্যান্ডে চলে এসেছেন জানিয়ে তিনি বিডিনিউজকে বৃহস্পতিবার বলেন, ‘‘যে যেদিকে পারছে বর্ডারের দিকে চলে যাচ্ছে৷ আজ (বৃহস্পতিবার) রাত পর্যন্ত বাংলাদেশির সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে৷ তিনটি গ্রুপ করা হয়েছে৷ অন্য বাংলাদেশিদের খোঁজ পেতে আইওএম এবং রেডক্রসের সাথে যোগাযোগ করছি আমরা৷’’

যারা পোল্যান্ডে পৌঁছাচ্ছেন, তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেন লায়লা হোসেন৷

‘‘দূতাবাসের সাথে যোগাযোগ করবেন অথবা কাছাকাছি যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করবেন৷’’ 

জরুরি যোগাযোগের নম্বর

প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস৷

দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘প্রবল ব্যস্ততার কারণে’ রাষ্ট্রদূত এবং দূতাবাসের কাউন্সেলর অনেক ফোন ধরতে পারছেন না৷ বিকল্প নম্বরগুলোতে ফোন করে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা সহযোগিতা পাবেন৷

মো. মাসুদুর রহমান: +48 739 527 722

মো. মাহবুবুর রহমান: +48 579 262 403

ফারহানা ইয়াসমিন: +48 690 282 561

বিলাল হোসেন: +48 739 634 125

মোহাম্মদ রব্বানী: +48 696 745 903

জরুরি নম্বরগুলো ছাড়াও প্রয়োজনে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য