ইউক্রেনের পতাকার রঙে আলোকিত যত শহর
বিশ্বের অনেক দেশের অনেক শহরে বিখ্যাত সব স্থাপনায় জ্বলছে ইউক্রেনের পতাকার রঙের আলো৷ এভাবে ইউক্রেনের প্রতি সমর্থন জানাচ্ছে তারা৷ দেখুন ছবিঘরে...
ব্রাসেলস, বেলজিয়াম
ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ভবন সেজেছে নতুন সাজে৷ রাতের আলো-আঁধারিতে ইউক্রেনের পতাকার রং শোকের আবহও তৈরি করেছে সেখানে৷
রোম, ইটালি
কলোসিয়ামের প্রাচীনতায়ও লেগেছে ইউক্রেনের পতাকার রং৷ এভাবে রাশিয়ার হামলার বিপরীতে নিজেদের অবস্থান ঘোষণা করছে ইটালি৷
প্যারিস, ফ্রান্স
আইফেল টাওয়ারও মাথা উঁচু করে জানাচ্ছে ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন৷
হেলসিঙ্কি, ফিনল্যান্ড
ফিনল্যান্ডও সমব্যথী, তাই রাজধানী হেলসিঙ্কির টাউনহল রাতের আঁধারে এভাবেই ইউক্রেনের পতাকার রং ছড়ায়৷
তেল আবিব, ইসরায়েল
তেল আবিব নগর ভবনে ইউক্রেনের পতাকার রঙ সবার দৃষ্টি কাড়ছে৷ নতুন সাজে সেজে ওঠা ভবনের ছবি তুলছেন একজন৷
লিভারপুল, ব্রিটেন
লিভারপুলের সেন্ট জর্জেস হলও এখন ইউক্রেনের পতাকার হলুদ, নীল রঙের আলোয় আলোকিত৷
প্লাজা ডে গ্রেসিয়া, স্পেন
খেলার মাঠেও ছড়িয়ে পড়ছে ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা৷ ওপরের ছবিটি স্পেনের ওয়ান্ডা মেট্রোপোলিটানো স্টেডিয়ামের৷
বার্লিন, জার্মানি
ব্রান্ডেনবুর্গ গেট শুধু ইউক্রেনের পতার রঙের আলোই ছড়াচ্ছে না, যুদ্ধ বন্ধের আহ্বানও জানাচ্ছে৷
বুদাপেস্ট, হাঙ্গেরি
হাঙ্গেরির রাজধানীর বুদা দুর্গও হলুন-নীল আলোয় আলোকিত হয়ে জানাচ্ছে ইউক্রেনের প্রতি সমর্থন৷
অসলো, নরওয়ে
বদলে গেছে অসলো সিটি হলের চেহারা৷ সেখানেও জ্বলছে ইউক্রেনের পতাকার রঙের আলো৷
গুয়াকুইল, ইকুয়েডর
দক্ষিণ অ্যামেরিকার দেশ ইকুয়েডরের শহর গুয়াকুইলি৷ সেই শহরের মিনিউসিপালিটি ভবনও সেজেছে ইউক্রেনের পতাকার সাজে৷