ইউক্রেনের উপর রাশিয়ার আরও হামলার আশঙ্কা
২৩ আগস্ট ২০২২আপাতত ইউক্রেনের দক্ষিণেই দখলদার রুশ বাহিনী সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছে৷ বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিজিয়ার উত্তর ও পশ্চিমে কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে রাশিয়া৷ কেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন৷ পরমাণু কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাকে ‘ডিমিলিটারাইজড জোন' হিসেবে ঘোষণা করে উভয় পক্ষের সামরিক কার্যকলাপ বন্ধ করার ডাকও জোরালো হচ্ছে৷ রাশিয়া সেই পরমাণু কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের অনুরোধ করেছে৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি দেশের ৩১তম স্বাধীনতা দিবসের ঠিক আগে রাশিয়া অত্যন্ত জঘন্য কিছু করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন৷ সে দিন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ছয় মাসও পূর্ণ হবে৷ মার্কিন প্রশাসনও আগামী দিনগুলিতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সরকারি স্থাপনার উপর রুশ হামলার আশঙ্কা করছে৷ গোয়েন্দা সূত্রে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার এমন সতর্কতা জারি করেছে৷ কিয়েভে মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার অনুরোধ করেছে৷ ফলে রাজধানী কিয়েভের উপর আবার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করছে ইউক্রেনের প্রশাসন৷ খারকিভসহ আরও কিছু শহরেও প্রকাশ্যে মানুষের জমায়েত মিষিদ্ধ করা হয়েছে৷
মস্কোয় দারিয়া ডুগিনার হত্যাকাণ্ডের জন্য রুশ কর্তৃপক্ষ সরাসরি ইউক্রেনকে দায়ী করার পর সে দেশের উপর জোরালো হামলার আশঙ্কা বেড়ে গেছে৷ ইউক্রেন সেই হত্যাকাণ্ডের দায় পুরোপুরি অস্বীকার করলেও মস্কো সেই ঘটনার প্রতিশোধ নিতে বড় আকারের হামলা চালাতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে৷
এ দিকে ইউক্রেনের সেনাবাহিনী ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার দখল করা খেরসন শহরের এক সেতুর উপর হাইমার্স রকেট দিয়ে জোরালো হামলা চালিয়েছে৷ হামলায় ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে৷ দ্নিপ্রো নদীর উপর সেই সেতুটি রুশ বাহিনীর রসদ ও অস্ত্র সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ৷ রুশ সংবাদ মাধ্যম ক্রাইমিয়ার সেভাস্তোপোল শহরেও বিস্ফোরণের খবর দিয়েছে৷ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ক্রাইমিয়ায় বেশ কিছু বিস্ফোরণ ঘটেছে৷ ইউক্রেনের বাহিনী দক্ষিণে রুশ-অধিকৃত এলাকার উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল ভালেরিয়ি জালুনজনি বলেন, প্রায় ছয় মাস ধরে রাশিয়ার হামলার ফলে কমপক্ষে ৯,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে৷ রাশিয়া প্রকাশ্যে এ বিষয়ে মুখ না খুললেও ইউক্রেনের অনুমান, প্রায় ৪৫,৪০০ রুশ সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছে৷
এসবি/কেএম (রয়টার্স, এপি)