1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়ায় সামরিক হস্তক্ষেপ

১ মার্চ ২০১৪

ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে সামরিক হস্তক্ষেপের জন্য ইতিমধ্যেই সংসদের উচ্চকক্ষের অনুমতি পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ শনিবার জানিয়েছে মস্কো৷ এর আগেই ক্রাইমিয়ার বিদ্রোহী প্রশাসন মস্কোর সাহায্য প্রার্থনা করে৷

https://p.dw.com/p/1BI09
Ukraine Konflikt Krim 1. März 2014
ছবি: Reuters

পুটিন শনিবার রুশ সংসদের উচ্চকক্ষে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব উত্থাপন করেন৷ ক্রেমলিনের দেয়া তথ্য অনুযায়ী, তাঁর প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘‘ইউক্রেনে বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়ার নাগরিকদের জীবনের নিরাপত্তায়....আমি ইউক্রেনের ভূখণ্ডে সেদেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সামরিক হস্তক্ষেপের অনুরোধ করছি৷’’

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একাধিক শহরে রাশিয়াপন্থি মানুষ বিক্ষোভের মাধ্যমে কিয়েভের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷

অন্যদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই আরসেনি ইয়াৎসেনইউক কিয়েভে মন্ত্রী পরিষদের এক সভায় ক্রাইমিয়ায় চলমান অস্থিরতায় ইন্ধন না দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারও এক বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার শ্রদ্ধাশীল থাকা উচিত বলে মন্তব্য করেছেন৷

উল্লেখ্য, শুক্রবার ভোরে বন্দুকধারীরা ক্রাইমিয়ার মূল বিমানবন্দর ঘিরে ফেলে৷ বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানান, বন্দুকধারীদের প্রত্যেকের হাতে রাশিয়ার তৈরি কালাশনিকভ দেখা গেছে৷ তবে বন্দুকধারীরা বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাননি৷

ইউক্রেনে কয়েকমাস ধরে চলে আসা বিক্ষোভের অবসান হওয়ার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটল৷ এর আগে বিক্ষোভের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করে ইউক্রেনের সংসদ৷

এআই/ডিজি (এপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য