1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে অচলাবস্থা

১০ ডিসেম্বর ২০১৩

পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও ইউক্রেনের বিরোধী শিবিরের বিক্ষোভকারীদের দমন করতে প্রস্তুত বিশেষ বাহিনী৷ সরকার আলোচনায় রাজি হলেও উত্তেজনা কাটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷

https://p.dw.com/p/1AVse
ছবি: DW/H. Stadnyk

দুই শিবিরের মধ্যে সংলাপের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলেও ইউক্রেনের রাজনৈতিক সংকট কাটার পথে এখনো অনেক বাধা রয়ে গেছে৷ একদিকে ইউরোপপন্থি বিরোধী শিবির প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে সরকার রাশিয়ার সঙ্গেই আপাতত ঘনিষ্ঠতা বাড়ানোর পথে এগোচ্ছে৷

বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে সংলাপের প্রস্তাবে সায় দিয়েছেন বটে, কিন্তু একইসঙ্গে কড়া হাতে দমন নীতি চালিয়ে যাচ্ছে তাঁরই প্রশাসন৷ আলোচনার দিনক্ষণ এখনো স্থির হয় নি৷ বিরোধী পক্ষ তাতে অংশ নেবে কি না, তাও স্পষ্ট নয়৷

এদিকে বিরোধীদের সমাবেশ ভেঙে দেবার প্রস্তুতি চালাচ্ছে পুলিশের বিশেষ বাহিনী৷ বিরোধী নেতা ভিটালি ক্লিচকো বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অনড় থাকার ডাক দিয়েছেন৷ বরফে ঢাকা রাজপথ ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছেন বিরোধী সমর্থকরা৷ প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশের পথেও অবরোধ চলছে৷ মুখোশধারী সরকারি বাহিনী প্রধান বিরোধী দলের সদর দপ্তরে ঢুকে একটি কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করেছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ-কে টেলিফোনে বিরোধী সমর্থকদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ না নেয়ার ডাক দিয়েছেন৷ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি পুলিশ যাতে সংযত আচরণ করে, সে বিষয়ে জোর দিয়েছেন বারোসো৷ ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন মঙ্গল ও বুধবার কিয়েভ সফর করছেন৷

এসবি / জেডএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য