1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

৭ জুন ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্টের ফ্রান্স সফরের সময় মাক্রোঁ মিরাজ যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলেন৷ ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণও দিতে চায় ফ্রান্স৷ জেলেনস্কি শুক্রবার ফ্রান্সের সংসদে ভাষণ দিচ্ছেন৷

https://p.dw.com/p/4gmDV
ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন প্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কির বক্তব্য রাখার মুহূর্ত
‘ডি-ডে’-র ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্স সফরে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখেন জেলেনস্কিছবি: Sarah Meyssonnier/REUTERS

রাশিয়ার হামলার মোকাবিলা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দুই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা বিশ্বের কাছ থেকে বার বার অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছেন৷ অ্যামেরিকা ও ইউরোপের দ্বিধা-দ্বন্দ্বের কারণে তিনি দেরিতে হলেও কিছু অস্ত্র আদায় করতে পেরেছেন৷ বিশেষ করে আকাশপথে রাশিয়ার হামলার মোকাবিলা করতে উন্নত এউ-১৬ যুদ্ধবিমানের প্রতিশ্রুতি পেলেও এখনো সেই বিমান হাতে পায় নি ইউক্রেন৷ এবার ফ্রান্স ইউক্রেনকে ‘মিরাজ ২০০০-৫' মডেলের যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলো৷

নাৎসি জার্মানির হাত থেকে ইউরোপকে মুক্ত করার উল্লেখযোগ্য দিন ‘ডি-ডে’-র ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ-র সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তিনি৷ ফ্রান্স সফরেও জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আরো সামরিক সহায়তার ডাক দিয়েছেন৷ শুক্রবার ফ্রান্সের সংসদের নিম্ন কক্ষে ভাষণের আগেই মাক্রোঁ বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তার দেশকে যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলেন৷ তবে বিমানের সংখ্যা, আর্থিক লেনদেন বা হস্তান্তরের সময় সম্পর্কে তিনি কিছু জানান নি৷ সেই বিমান চালাতে চলতি বছরের গ্রীষ্মেই ফ্রান্সে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ তার মতে, সেই প্রশিক্ষণ শেষ করতে সাধারণত পাঁচ থেকে ছয় মাস সময় লাগে৷ উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, যে মিরাজ যুদ্ধবিমান তার বাহিনীর শক্তি বাড়িয়ে তুলবে৷

ইউক্রেনের জন্য সামরিক সহায়তার নিরিখে অ্যামেরিকা ও জার্মানির তুলনায় ফ্রান্সের অবদান এখনো পর্যন্ত অনেক কম৷ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ইউরোপের অন্যান্য দেশগুলিকে ইউক্রেনের জন্য আরো সক্রিয় হওয়ার ডাক দিচ্ছেন৷ এমন চাপ ও জেলেনস্কির সফর উপলক্ষ্যেই মাক্রোঁ বাড়তি সহায়তার অঙ্গীকার করছেন কিনা, তা স্পষ্ট নয়৷ তিনি ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণেরও প্রতিশ্রুতি দিয়েছেন৷ মাক্রোঁ বলেন, সৈন্যদের প্রশিক্ষণ ইউক্রেনের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷ ফ্রান্স তাই ৪,৫০০ সৈন্যের গোটা ব্রিগেডের প্রশিক্ষণের দায়িত্ব নিতে চায়৷ সেই সৈন্যদের প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হবে৷ তবে ইউক্রেনের বাইরেই সেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে মাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন৷ ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানি কেএনডিএস ইউক্রেনের ভূখণ্ডেই অস্ত্র উৎপাদন করতে কারখানা খুলতে চায় বলে ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে৷ শুক্রবার জেলেনস্কি প্যারিসের উপকণ্ঠে সেই কোম্পানি পরিদর্শন করছেন৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান