1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনকে ইইউ-র সদস্য করুন: জেলেনস্কি

২ মার্চ ২০২২

ইউরোপীয় পার্লামেন্টে ভিডিও-ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রনকে ইইউ-র সদস্য করার দাবি।

https://p.dw.com/p/47r64
ইইউ-র পার্লামেন্টে ভিডিও-ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: John Thys/AFP/Getty Images

রাশিয়ার ক্ষেপণাস্ত্র, বোমা, গোলায় প্রতিদিন বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের শহরগুলি। এই অবস্থায় ইউরোপীয় পার্লামেন্টে জেলেনস্কি দাবি করলেন, ''কেউ আমাদের ভেঙে টুকরো করতে পারবে না। আমরা শক্তিশালী। আমরা ইউক্রেনের বাসিন্দা। আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে লড়তে হয়।''

কী বলেছেন জেলেনস্কি

ইউরোপীয় পার্লামেন্টে জেলেনস্কি বলেছেন, ''অবিলম্বে যেন ইউক্রেনকে ইইউ-র সদস্য করা হয়।''  তার দাবি, ''ইউক্রেন ইইউ-র সদস্য হওয়ার যোগ্যতা রাখে। কারণ, আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়।''

জেলেনস্কি বলেছেন, ''আমি বিশ্বাস করি, আমরা আমাদের জীবন দিচ্ছি, কারণ, আমরা সমান থাকতে চাই। সেজন্য আমদের সেরা সন্তানদের বিসর্জন দিচ্ছি।''

EU-Parlament | Brüssel | Sondersitung Ukraine
ইউরোপীয় পার্লামেন্টের ছবি। ছবি: Jonas Roosens/AFP via Getty Images

ইউক্রেনের প্রেসিডেন্ট খারকিভের অবস্থার কথা জানান। কীভাবে সেখানে সমানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং তার মধ্যে কীভাবে ইউক্রেন লড়ছে, সেকথা জানান তিনি।

আর ইইউ-কে জেলেনস্কি বলেন, ''আপনারা প্রমাণ করুন যে, আপনারা আমাদের সঙ্গে আছেন। আপনারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন না। আপনারা প্রমাণ করুন যে, আপনারা সত্যিকারের ইউরোপীয়। তাহলেই মৃত্যুকে হারিয়ে জীবন জয়ী হবে। অন্ধকার কেটে গিয়ে আলো দেখা যাবে।'' তিনি বলেছেন, ''ইইউ সঙ্গে থাকলে ইউক্রেন শক্তিশালী থাকবে। ইইউ সঙ্গে না থাকলে ইউক্রেন একলা হয়ে পড়বে।''

ইইউ-র পার্লামেন্ট সদস্যরা জেলেনস্কিকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। তারা অনেকেই 'স্ট্যান্ড উইথ ইউক্রেন' লেখা টি শার্ট পরেছিলেন।

ইউক্রেনকে সদস্য করতে

চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার প্রেসিডেন্টরা খোলা চিঠিতে সই করে ইউক্রেনকে ইইউ-র সদস্য করার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ইউক্রেনকে ইইউ-র সদস্য করা হলে সেখানে বাণিজ্য করার ক্ষেত্রে সুবিধা হবে, বিনিয়োগ বাড়বে।

রোমানিয়ার প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন, তিনিও ইউক্রেনকে ইইউ-র সদস্য করার পক্ষে। মলডোভা, হাঙ্গেরি ও জর্জিয়াও চাইছে ইউক্রেনকে সদস্য করা হোক।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনও ইউক্রেনকে সদস্য করার পক্ষে। তবে ইইউ-র সব দেশকে মতৈক্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানিয়েছেন, এটা নিয়ে তাড়াহুড়ো করা সম্ভব নয়। কারণ, কয়েক মাসের মধ্যে ইউক্রেনকে সদস্যপদ দেয়া যাবে না। তবে তারা ইউক্রেনকে ইউরোপের অংশ বলেই মনে করেন।

রিচার্ড কোনোর/জিএইচ