1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ অঞ্চলে দ্বিগুণ জিহাদি গ্রেপ্তার

১৬ জুন ২০১৭

ইউরোপীয় ইউনিয়নে জিহাদি কার্যকলাপে জড়িত সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা গত দু’বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে৷ ২০১৬ সালে ইইউ অঞ্চলে সন্ত্রাসী হামলা বা হামলার প্রচেষ্টা হয়েছে ১৪২ বার৷ এসব তথ্য জানিয়েছে ইউরোপোল৷

https://p.dw.com/p/2enPb
Frankreich Paris - Polizeiaufgebot am Eifelturm
ছবি: Getty Images/AFP/B. Guay

ইউরোপের সর্বোচ্চ আইন-প্রয়োগকারী সংগঠন ইউরোপোল ইইউ-তে সন্ত্রাসবাদ সংক্রান্ত পরিস্থিতি ও প্রবণতার বিষয়ে তাদের বাৎসরিক বিবরণে বলেছে যে, জিহাদি সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার দায়ে ২০১৬ সালে ৭১৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ ২০১৪ সালে এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা ছিল ৩৯৫৷

২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নে জিহাদি সন্ত্রাসী আক্রমণের সংখ্যা ছিল মাত্র ১৭৷ ২০১৬ সালে তা কমে ১৩-য় দাঁড়ায়৷ এর মধ্যে ছ'টি আক্রমণের সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর সংযোগ ছিল৷ 

সক্রিয়ভাবে সন্ত্রাসী হামলা চালানোয় নারী, শিশু ও তরুণ প্রাপ্তবয়স্করা ক্রমেই আরো বেশি ভুমিকা নিচ্ছে বলে ইউরোপোলের রিপোর্টে উল্লেখ  করা হয়৷ ‘জিহাদি' সন্দেহে ব্রিটেনে গ্রেপ্তারকৃত প্রতি চারজনের মধ্যে একজন ছিল নারী, যা কিনা ২০১৫ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি৷

রিপোর্টে বলা হয়, ‘‘পশ্চিমা বিশ্বে সন্ত্রাসবাদী আক্রমণ চালানোয় সক্রিয় ভূমিকা নেবার ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে কম প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বলে জিহাদিদের ধারণা৷ ''

সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৬ সালে ইইউ-তে মোট ১,০০২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ এ ধরণের গ্রেপ্তারের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ফ্রান্সে৷ সেখানে সে বছর মোট ৪৫৬ জনকে গ্রেপ্তার করা হয়৷ ইউরোপোল জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ২৫ বছরের কম৷

সিরিয়া ও ইরাক থেকে প্রেরণা

সিরিয়া ও ইরাকে যে ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে, তার অনুকরণে বোমাবাজি ইইউ-তে একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে৷ 

ইরাকে জিহাদি গোষ্ঠীগুলো যে ড্রোন বাহিত বিস্ফোরক নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে, ইউরোপীয় সরকারবর্গ সেদিকে বিশেষ দৃষ্টি রাখছেন বলে ইউরোপোল জানিয়েছে, কেননা, ইউরোপীয় চরমপন্থিদের মধ্যে ইরাকে জিহাদিরা যে ধরণের অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে তার নকল করার প্রবণতা আছে

আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলির মধ্যে তাদের গুপ্তচর বিভাগের সংগৃহীত তথ্য আদানপ্রদানের গুরুত্বের কথা বলা হয়েছে ইউরোপোলের রিপোর্টে৷

‘‘সন্ত্রাসবাদীরে সীমান্ত মানে না বা স্বীকার করে না,'' ইউরোপোলের রিপোর্টে বলেছেন ইইউ-এর নিরাপত্তা প্রধান জুলিয়ান কিং৷ ‘‘সন্ত্রাসীদের পরাজিত করার লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করার এবং তথ্য ও পারদর্শিতা আদানপ্রদান করার নতুন সংকল্প থেকে প্রেরণা নিতে হবে,'' বলেন কিং৷

২০১৬ সালের সব সন্ত্রাসী আক্রমণের উৎসই যে জিহাদি প্রেরণা, এমন নয়৷ ‘এথনো-ন্যাশনালিস্ট' – অর্থাৎ জাতিভিত্তিক জাতীয়তাবাদ – ও বিচ্ছিন্নতাবাদী প্রবণতা থেকেও কিছু আক্রমণ ঘটেছে৷ যেমন উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকান গোষ্ঠীগুলি ৭৬টি আক্রমণে সংশ্লিষ্ট ছিল, যার কারণে হিসেবে মোট ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এসি/এসিবি (এএফপি, এপি)