‘শেষ চেষ্টা’
২১ ডিসেম্বর ২০১২শুক্রবার এক বিবৃতিতে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় পরিষদ বলেছে, ‘‘বিরোধীরা যখন রাজনৈতিক ও সামরিকভাবে একের পর এক বিজয় অর্জন করছে তখন সিরীয় সরকার ও তাদের মিত্ররা এমন প্রস্তাব নিয়ে আসছেন যা অনেক আগেই করা উচিত ছিল৷''
উল্লেখ্য, ইরানের প্রস্তাবে আসাদ সরকারকে ক্ষমতা ছাড়ার কথা বলা হয়নি৷ বরং জাতিসংঘের উদ্যোগে সকল পক্ষকে সংঘাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া সিরিয়ার উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুই পক্ষের মধ্যে অস্থায়ী সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আলোচনার কথা বলা হয়েছে৷
সিরিয়ার আরেক ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷ সেখানে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে সিরিয়া নিয়েও আলোচনা হবার কথা রয়েছে৷
ন্যাটো মহাসচিব আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, সিরিয়ার সরকার ‘স্কাড' এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে তাদের কাছে প্রমাণ আছে৷
এদিকে, রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের আবাসনের নিকটে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷
বিদ্রোহী ‘সিরিয়ান ফ্রি আর্মি'-র সদস্যরা দামেস্কের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে৷ এই নিয়ে সাম্প্রতিক সময়ে দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে সরকার বিরোধীরা৷
তবে আলেপ্পোতে একটি বিমান ঘাঁটি দখলের সময় সংঘর্ষে সাত বিরোধী কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷
সিরিয়ায় গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের পরামর্শক হিসেবে কাজ করছেন আদামা ডিঙ৷ তাঁর আশঙ্কা, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ যে সম্প্রদায়ের লোক সেই আলাউইট ও অন্যান্য ছোট সম্প্রদায়ের লোকেরা সিরিয়ার বিদ্রোহীদের হামলার শিকার হতে পারে৷ তিনি বলেন, এসব ব্যক্তি যেহেতু বর্তমান সরকারের সমর্থক তাই তাদের উপর হামলা করতে পারে বিরোধীরা৷ বিদ্রোহীরা ইতিমধ্যে হামা প্রদেশে আলাউইট অধ্যুষিত একটি এলাকা দখল করে নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ঐ পরামর্শক৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)