আশা বাঁচিয়ে রাখল কলম্বিয়া
২৪ জুন ২০১৮এইচ গ্রুপে ফেবারিট ছিল দুই দলই৷ অথচ নিজেদের প্রথম ম্যাচেই উভয়কেই পরতে হয় পরাজয়ের মালা৷ তাই এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পোল্যান্ড-কলম্বিয়া কারোরই৷ তাই শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে খেলে দুই দলই৷ কিন্তু পরিষ্কার আক্রমণ বলতে যা বোঝায় তেমন সুযোগই তৈরি হচ্ছিল না৷
কলম্বিয়ার হয়ে গত বিশ্বকাপের তারকা হামেস রদ্রিগেজ অবশ্য ব্যক্তিগত নৈপুণ্যে কিছুটা এগিয়েই ছিলেন৷ শুধু প্রতিপক্ষের ডি-বক্সকে ব্যস্তই রাখছিলেন না, বল বানিয়েও দিচ্ছিলেন সতীর্থদের৷ সঙ্গ দিচ্ছিলেন ফালকাও, কুয়াদরাদোরা৷
তবে সাফল্য পেতে কলম্বিয়ানদের অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত৷ এবারো রেয়াল মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখের ধার করা তারকা রদ্রিগেজ৷ চমৎকার এক চিপ-ইন করলেন বাঁ পায়ে৷ ক্রসটি প্রতিপক্ষের গোলরক্ষক থেকে দু’হাত দূরে খুঁজে পেল সতীর্থ মিনা’র মাথা৷ তাতেই কেল্লাফতে৷ ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে তারা৷
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যতটা উজ্জীবিত ছিল কলম্বিয়ানরা, পোল্যান্ড ততটাই যেন ম্রিয়মান হয়ে গিয়েছিল৷
পাল্টা আক্রমনে সাদা লাল গ্যালারিতে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারলেও হলুদ নীলদের চিৎকারকে ছাপিয়ে যেতে পারেনি৷ ছাপিয়ে যেতে দেননি রদ্রিগেজ-ফালকাওরা৷
৬৮ মিনিটে কুইন্টেরোর বাড়ানো একটি বল রাইট উইং থেকে দৌঁড়ে এসে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেন এএস মোনাকোর হয়ে লিগ ওয়ান খেলা ফালকাও৷ ব্যবধান দ্বিগুন থেকে তিনগুন হতে বেশি সময় নেননি কলম্বিয়ানরা৷ এবারো রেয়াল তারকা হামেস রদ্রিগেজ৷ কলম্বিয়ান হাফ থেকে বল টেনে মাঝমাঠ পেরিয়ে বাম পাশ থেকে বাঁ পায়ে মাটি কামড়ানো বাঁকানো ক্রস৷ কুয়াদরাদো একটুও ভুল করেননি৷ বল পায়ে এগিয়ে গিয়ে পরাস্ত করলেন পোলিশ গোলরক্ষক চেসনিকে৷
ব্যবধান কমাবার চেষ্টা ছিল পোলিশদের মাঝে৷ কিন্তু বিদায়ের ঘন্টা তাদের বেজে গেলো এক ম্যাচ হাতে রেখেই৷ তবে আশা বেঁচে রইল কলম্বিয়ার৷ দুই ম্যাচ করে খেলে জাপান ও সেনেগালের পয়েন্ট হলো ৪, কলম্বিয়ার ৩, আর পোল্যান্ডের শূন্য পয়েন্ট৷