আশা জাগিয়েও পারলো না ভারত
১০ জুলাই ২০১৯মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেমিফাইনালের প্রথম দিন নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়৷ ফলে সেদিন আর খেলা হতে পারেনি৷ পরে বুধবার রিজার্ভ ডে'তে আবারও ব্যাট শুরু করে কিউইরা৷ অবশিষ্ট ৩.৫ ওভারে ২৮ রান যোগ করতে পেরেছে ব্ল্যাক ক্যাপসরা৷ ফলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ২৩৯ রান৷
পরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের প্রথম তিন ব্যাটসম্যান এক রান করে আউট হন৷ পাঁচ সেঞ্চুরি করা রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল তিনজনই এক করে আউট হয়ে যান৷
কিউই পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের দারুন বোলিংয়ের কারণে প্রথম দশ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ২৪ রান তুলতে সমর্থ হয় ভারত - যা এই বিশ্বকাপে কোনো দলের প্রথম দশ ওভারে সংগ্রহ করা সবচেয়ে কম রান৷
এই অবস্থায় বেশিরভাগ ক্রিকেট সমর্থক যখন ভারতের হার নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন তখন ধোনী ও জাদেজার রেকর্ড পার্টনারশিপ ভারতীয় সমর্থকদের মনে কিছুটা আশার সঞ্চার করেছিল৷ সপ্তম উইকেট জুটিতে তাঁরা ১১৬ রান তোলেন৷ এরপর ৫৯ বলে ৭৭ রান করে বোল্টের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন জাদেজা৷ জয়ের জন্য তখনও ভারতের ১৩ বলে ৩১ রান দরকার৷ এই অবস্থায় পরের ওভারেই ৫০ রান করে ধোনী আউট হয়ে গেলে ভারতের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়৷
শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত৷
বৃহস্পতিবার এজবাস্টনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে৷ ঐ ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে গত বিশ্বকাপের পর আবারও ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷
জেডএইচ/এসিবি (এপি)