আলোয়-রঙে চীনা চান্দ্র নববর্ষ বরণ
গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সূর্যের আবর্তনের ওপর নির্ভর করে তারিখ নির্ধারণ করা হয়৷ কিন্তু এর পাশাপাশি রয়েছে চান্দ্র ক্যালেন্ডারও৷ এর একটি চীনা লুনার ক্যালেন্ডার বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে জাঁকজমকের সঙ্গে৷
চীন
চীনের বাসিন্দাদের সঙ্গে এই আয়োজন উদযাপনে যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অন্তত ২০ কোটি পর্যটক৷ ১৫ দিন ধরে চলা এ আয়োজনে রঙিন আলো, ফানুস, কাগজের লণ্ঠনে সেজে ওঠে প্রতিটি বাড়ি, রাস্তা. ভবনও৷ চীনা রাশিচক্র অনুসারে নতুন বছর হবে খরগোশের বছর৷
হংকং
গণতন্ত্রকামীদের ধরপাকড়, স্বাধীন সংবাদপত্র বন্ধ হওয়ার এবং নানা বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ থেকেও সাড়ম্বরেই চান্দ্র নববর্ষ উদযাপন করেছেন চীনা নিয়ন্ত্রণে থাকা দ্বীপটির বাসিন্দারা৷ ছবিতে হংকংয়ের একটি রাস্তায় পথিকদে ড্রাগন ড্যান্স ইপভোগ করতে দেখা যাচ্ছে৷
তাইওয়ান
চীনের অংশ, নাকি স্বাধীন রাষ্ট্র, এ নিয়ে বিশ্বের অনেক পরাশক্তির সঙ্গেই কয়েক দশক ধরে বিরোধে লিপ্ত চীন৷ তবে নববর্ষে এমন রাজনৈতিক চাপ ভুলে যেতে চান তাইওয়ানিরা৷ এক জুটিকে দেখা যাচ্ছে নববর্ষের লন্ঠনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে৷
মালয়েশিয়া
মালয়েশিয়ার জনগোষ্ঠীর প্রায় ২২ শতাংশ নৃতাত্ত্বিকভাবে চীনা৷ ফলে চান্দ্র নবববর্ষও উদযাপন হয় বেশ জাঁকজমকের সঙ্গেই৷ ছবিতে দেখা যাচ্ছে এক চীনা মালয়েশিয়ানকে নতুন বছর যাতে শুভ হয়, সেই শুভকামনায় প্রার্থনা করতে৷
ইন্দোনেশিয়া
চীনা বংশোদ্ভূত ইন্দোনেশিয়ানরা প্রায় দুই শতক ধরে নানা বৈষম্য ও হয়রানির শিকার হয়ে এসেছেন৷ নিজেদের সংস্কৃতি পালনেও নানা রাষ্ট্রীয় বিধিনিষেধের কবলে পড়তে হয়েছে তাদের৷ তবে নানা সংস্কৃতির মিলনের ফলে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে৷ ইন্দোনেশিয়ার বেকাসি শহরে হোক লে কিয়ং মন্দিরে প্রার্থনা করতে দেখা যাচ্ছে কয়েকজনকে৷
থাইল্যান্ড
চীনা পর্যটকদের কাছে ভ্রমণের জন্য প্রিয় স্থানগুলোর একটি থাইল্যান্ড৷ দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী চীনা বংশোদ্ভূত থাই নাগরিকেরা৷ চীনের বাইরে বাস করা চীনাদের সবচেয়ে বড় সম্প্রদায় বাস করে থাইল্যান্ডে৷ এ সংখ্যা এক কোটির চেয়েও বেশি৷ করোনার বিধিনিষেধ কাটিয়ে এবারই প্রথম চীনারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জড়ো হয়েছেন নববর্ষ উদযাপনে৷
ভিয়েতনাম
ভিয়েতনামে চীনা বংশোদ্ভূতরা পরিচিত হোয়া জনগোষ্ঠী নামে৷ একই ক্যালেন্ডার অনুসরণ করা হলেও ভিয়েতনামের রাশিচক্রের সঙ্গে চীনের রয়েছে কিছুটা অমিল৷ চীনসহ বেশিরভাগ দেশে এবারের চান্দ্র বছর খরগোশের বছর হলেও ভিয়েতনামে নতুন বছর হবে বেড়ালের বছর৷ ছবিতে দেখা যাচ্ছে বেড়ালের প্রতিকৃতিতে তৈরি নানা জিনিস বাজারে ঘুরে দেখছেন দুই নারী৷
যুক্তরাষ্ট্র
অ্যামেরিকার নিউ ইয়র্কের চায়না টাউন যেন যুক্তরাষ্ট্রের বুকে একটা ছোটখাট চীন৷ নানা রঙের কাগজের লণ্ঠন এবং আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো চায়না টাউন৷ তবে ছবিতে যা ড্রাগনদের দেখা যাচ্ছে তারা উপস্থিত ছিল সারা রুজভেল্ট পার্কে৷ চীনা বংশোদ্ভূত অ্যামেরিকানরা ছাড়াও প্রচুর পর্যটক জড়ো হয়েছিলেন চীন থেকে হাজার হাজার মাইল দূরের এই চীনা বর্ষবরণ আয়োজন দেখতে৷
ক্যানাডা
২০২১ সালের সবশেষ আদমশুমারি অনুযায়ী ক্যানাডায় ২০ লাখের কাছাকাছি চীনা বংশোদ্ভূত মানুষ বাস করেন৷ ছবিতে দেখা যাচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাংকুভারে একটি ডিপার্টমেন্টাল স্টোর সাজানো হয়েছে চীনা নববর্ষ আয়োজনের নানা উপকরণ দিয়ে৷
ইংল্যান্ড
লন্ডনের রাস্তায় ড্রাগনের পোশাক পরা এক চীনা বংশোদ্ভূতকে প্যারেডে অংশ নিতে দেখা যাচ্ছে৷ হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই ড্রাগন প্যারেড দেখতে৷ আয়োজনের আরেকটি অন্যতম আকর্ষণ ছিল সিংহ নৃত্য৷