আলোর মূর্ছনায় স্বাগত ২০২৪
মহাকালের আবর্তে হারিয়েছে ২০২৩, নতুন প্রত্যয় নিয়ে শুরু হলো খ্রিস্টীয় বছর ২০২৪৷ নতুন যাত্রা মানে নতুন সম্ভাবনা৷ তাই পুরোনো দিনের জীর্ণতা ভুলে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী৷ রাত ১২টা ১ মিনিটে পৃথিবী হাসলো আলোর উৎসবে৷
বাংলাদেশ
৭ জানুয়ারি ভোট৷ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ভোটযুদ্ধে থাকা দলগুলো সাধারণ মানুষকে কাছে টানতে পার করছে ব্যস্ত সময়৷ বিএনপিসহ ভোট বর্জনের ডাক দেয়া দলগুলো আন্দোলনের ছক কষছে৷ বাজারে নিত্যপণ্যের দামে আগুন৷ তবুও এসেছে নতুন বছর৷ নতুন বছরের নতুন উষা জীর্ণতা ভুলিয়ে নতুন উদ্দীপনায় বাঁচতে শেখাবে সবাইকে- এমন প্রত্যাশা সব মানুষের৷
জার্মানি
জার্মানির মূল্যস্ফীতি ২০২২ সালে সাত দশমিক নয় শতাংশ থেকে ২০২৩ সালের নভেম্বেরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন৷ এরপরও ইউরোপের গড় মূল্যস্ফীতি দুই দশমিক চার শতাংশের চেয়ে এই হার বেশি৷ বৈশ্বিক অস্থিরতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও জার্মানি ঠিকই এগিয়ে যাবে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস৷ছবিতে রাজধানী বার্লিনের ল্যান্ডমার্ক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে বর্ষণবরণ৷
অস্ট্রেলিয়া
আতশবাজির বর্ণচ্ছ্বটায় বর্ষবরণের আয়োজন নিয়ে ভাবতে গেলেই চোখে ভাসে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস আর হারবার ব্রিজের কথা৷ ব্যতিক্রম হয়নি এবারও৷ বর্ণিল আলোকচ্ছ্বটায় পুরোনো দিনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন অস্ট্রেলিয়াবাসী৷ আলোকের ঝর্ণাধারায় যেন ধুয়ে গেছে পুরানো দিনের সব বিষাদ৷
ফ্রান্স
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আয়োজক দেশ ফ্রান্স৷ তাই বর্ষবরণের আয়োজনেও লেগেছে সেই ছোঁয়া৷ আর্ক দি ট্রিয়ম্পে আলোর মূর্ছনায় সে কথাই জানান দিচ্ছে শিল্প-সাহিত্যের নগরী প্যারিস৷
যুক্তরাষ্ট্র
বর্ষবরণের ক্ষণ গণনা শুরু হবার আগেই হাজারো মানুষ সমবেত হয় অ্যামেরিকার নিউইয়র্কের টাইমস স্কয়ারে৷ ঘড়ির কাঁটা ঠিক জায়গায় আসতেই ফেটে যায় অনেক উঁচুতে রাখা আলোকিত বলটি৷ আর নতুনের বার্তা নিয়ে রঙিন সব কাগজ ছড়িয়ে পড়ে সবখানে৷ একে অপরকে আলিঙ্গন করে মানুষ বরণ করে নেয় নতুন বছরকে৷
যুক্তরাজ্য
বৈশ্বিক মন্দার ধাক্কাটা ঝাঁকুনি দিয়েছে যুক্তরাজ্যকে৷ এ বছর সেখানেও নির্বাচন৷ অনিয়মিত অভিবাসনসহ নানা ইস্যুতে চাপে আছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার৷ কিন্তু সব ভুলে লন্ডনবাসী মেতেছিলেন আনন্দ উৎসবে৷ টেমস পাড়ের লন্ডন আইয়ের আলোর ঝলকানিতে বিমোহিত হয়েছেন হাজারো মানুষ৷
ভারত
ভেদাভেদ ভুলে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মানুষ মিলেছে নতুনের আগমন ধ্বনিতে৷ বর্ষবরণের আয়োজনে তাই উদ্বেল তারুণ্য৷ ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে প্রাণের উচ্ছ্বাস৷
নেপাল
ভূমিকম্পের ক্ষত ভুলে নতুন বছরকে বরণ করে নিয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারা৷ দেশটির আদিবাসী গুরাং সম্প্রদায়ের মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক আর নাচের মধ্য দিয়ে আগমন জানিয়েছে ২০২৪ খ্রিস্টাব্দকে৷
শ্রীলঙ্কা
অর্থনৈতিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিল যে শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল৷ সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটি৷ আর সেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখা গেছে বর্ষবরণের আয়োজনেও৷ গোটা কলম্বো সেজেছিল আলোর ফোয়ারায়৷
ইন্দোনেশিয়া
রাজধানী জাকার্তায় বানানো হয়েছে সুউচ্চ মোনাস টাওয়ার৷ এটি ইন্দোনেশিয়ার জাতীয় স্মৃতিসৌধ৷ নতুন বছরকে সামনে রেখে শুধু মোনাস টাওয়ার নয়, গোটা জাকার্তা হেসে উঠেছিল আলোর উৎসবে৷
ব্রাজিল
দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোর কোপাকাবানা বিচ রূপ নিয়েছিল আলোর ঝর্ণাধারায়৷ আলোয় আলো ভরে উঠেছিল পুরো ভূবন৷ সেই মোহনীয়তা উপভোগের মধ্য দিয়ে মানুষ গাইলো নববর্ষের গান, নতুন সূচনার গান৷
সেনেগাল
অর্থনীতি, বেকারত্ব, অভিবাসনসহ নানা চাপের মধ্যে থাকা সেনেগালেও নতুন বছরকে বরণ করা হয়েছে উৎসবমুখরতার মধ্য দিয়ে৷ দেশটির রাজধানী ডাকার থেকে ১৮০ কিলোমিটার দূরের লোম্পুল মরুভূমিতে ছিল বর্ষবরণের আয়োজন৷ চার পাশে আগুন জ্বালিয়ে নতুন দিনকে বরণ করে নেন তারা৷ এ আয়োজনে সেনেগালের ঐতিহ্যবাহী নাচ ও লোকসংগীত পরিবেশন করেন স্থানীয় সংগীত গোষ্ঠী এনগুয়েউল রিদমে এবং ফরাসি সংগঠন টেম্বর ফ্যানফেয়ার৷