আলোচিত দক্ষিণ ও পূর্ব চীন সাগর
১০ এপ্রিল ২০১৩এই দুটি তথ্যই বলে দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের গুরুত্ব কতখানি৷ ফলে যে কোনো দেশই যে এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে চাইবে তাতো স্বাভাবিক৷ বিশেষ করে যেখানে এই দুই সাগর পাড়ে অবস্থিত বিশ্বের দুটো বড় অর্থনীতির দেশ চীন ও জাপান৷
সাম্প্রতিক উত্তেজনা
পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কয়েক মাস আগে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল৷ সেসময় বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশংকা তৈরি হয়েছিল৷ ‘জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশন্স' এর এবারহার্ড সান্ডশনাইডার ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘রপ্তানি পণ্য পরিবহনে এই অঞ্চলের গুরুত্ব অনেক৷ কোনো কারণে যেটা ব্যাহত হলে বিশ্ব অর্থনীতিতে সরাসরি তার প্রভাব পড়বে৷...যদি চীন থেকে রপ্তানি পণ্য আসতে না পারে তাহলে ওয়ালমার্টের দোকানগুলো খালি থাকবে৷''
বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি
শুধু অর্থনীতিই নয় ঐ অঞ্চলে উত্তেজনা তৈরি হলে বিশ্ব নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা৷ ‘জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স' এর গেয়ারহার্ড ভিল মনে করেন, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে চাইলে ঐ দুই সাগরের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে৷
চীন, জাপান ছাড়াও সাগর পাড়ের অন্যান্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি থাকার কারণে বিষয়টা আরও জটিল হয়ে পড়েছে৷ যেমন তাইওয়ানের জনগণের উপর কোনো ধরণের হুমকি আসলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে বাধ্য৷ এধরণের চুক্তি রয়েছে জাপান, ফিলিপাইনস আর ভিয়েতনামের সঙ্গেও৷
চীনের সামরিক বাজেট
চীন দিনদিন তার সামরিক বাজেট বাড়িয়ে যাচ্ছে৷ ২০০৩ সাল থেকে ২০১১ পর্যন্ত বাজেট বেড়েছে প্রায় তিনগুন৷ তাই উৎকণ্ঠায় রয়েছে ঐ অঞ্চলের দেশগুলো৷ তাইতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকলেও নিজেদের নৌবাহিনীর শক্তি বাড়াতে রাশিয়া থেকে ডুবোজাহাজ কিনছে ভিয়েতনাম৷