স্বপ্নের জগৎ
৩০ আগস্ট ২০১৪কাগজ, আলো এবং ছায়ার খেলার কারিগর এক শিল্পী দম্পতি৷ নাম ক্রিস্টিন এবং ডেভি ম্যাকগায়ার৷ গত দশ বছর ধরে একসঙ্গে কাজ করছেন৷ তাঁরা গল্প তৈরি করেন, সেট সাজান এবং নিজেদের সৃষ্টির কাজে অংশও নেন৷ ক্রিস্টিন এই বিষয়ে বলেন, ‘‘আমরা আমাদের ছোট্ট দুনিয়া গড়তে চাই৷ আর আমরা সৌভাগ্যবান যে অন্যরা আমাদের সঙ্গে যোগ দেন৷''
২০০৯ সালে তাঁরা প্রথম কাগজের সৃষ্টি তুলে ধরেন৷ নাম ‘দ্য আইসবুক৷' আলো জ্বালালে গল্পটি অনুভব করা যায়৷ আর ‘দ্য হন্টেড ড্রেস' তাঁরা তৈরি করেছিলেন ‘রয়েল শেক্সপিয়ার কোম্পানির' অনুরোধে৷ পুরো ভৌতিক ব্যাপার৷
ক্রিস্টিন ম্যাকগায়ারের জন্ম জার্মানিতে৷ আর তাঁর স্বামী শ্রীলঙ্কান বংশোদ্ভূত৷ ৩৩ বছর বয়সি এই নারী রিদমিক জিমনাস্টিকে জার্মানি চ্যাম্পিয়ন৷ তিনি নাচও শিখেছেন৷ তাঁর স্বামী ডেভি ম্যকগয়ার লন্ডনে বড় হয়েছেন৷ চলচ্চিত্র এবং থিয়েটার তাঁর বিষয়৷ তাঁরা তাঁদের প্রথম পরিচয় নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন৷
প্রথম দেখাতেই নিজেদের আবিষ্কার করেছিলেন তারা, বুঝেছিলেন একসঙ্গে কাজ করতে হবে৷ তবে কিছু জটিলতাও ছিল৷ ডেভি ম্যাকগায়ার বলেন, ‘‘প্রথম দেখাতেই বুঝেছিলাম ক্রিস্টিন অনেক স্পষ্টভাষী৷ জার্মান আচরণ৷ তবে বিষয়টি ইন্টারেস্টিং৷ কেননা ব্রিটিশদের আচরণে কিছু কূটনৈতিক ব্যাপার রয়েছে৷ তারা একটি বিষয় অনেক দূরে নিয়ে গিয়ে বুঝতে পারে, আগেই আলোচনা করা উচিত ছিল৷ তখন বড় সমস্যা তৈরি হয়৷''
আলোছায়ার জগত তৈরির কাজে এই শিল্পী দম্পতির ব্যক্তিগত ও পেশাদারী জীবনের মধ্যে সীমা মিলেমিশে যায়৷ ডেভি ম্যাকগায়ার বলেন, ‘‘আমাদের কঠোর নীতি রয়েছে, সন্ধ্যা ছয়টার পর কাজ নিয়ে আর কথা বলা যাবে না৷ কিন্তু এক বা দুই সপ্তাহ আমরা সেই নীতি মানতে পেরেছিলাম মনে হয়৷''
অবশ্য ক্রিস্টিন বিষয়টি ভিন্নভাবে দেখেন৷ তিনি বলেন, ‘‘তবে অন্যদিক দিয়ে চিন্তা করলে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়৷ তখন একসঙ্গে ঘুরে বেড়াই যা সত্যিই চমৎকার৷''