1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোয় গোলাবর্ষণ অব্যাহত

৯ ডিসেম্বর ২০১৬

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আলেপ্পোয় বিমান আক্রমণ বন্ধ হলেও, দৃশ্যত সিরিয়ার সরকারি সেনাবাহিনী বিদ্রোহীদের উপর কামান থেকে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে৷

https://p.dw.com/p/2U08d
পূর্ব আলেপ্পো থেকে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোয় যাচ্ছেন তাঁরা
পূর্ব আলেপ্পো থেকে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোয় যাচ্ছেন তাঁরাছবি: Reuters/Sana

লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার সকালে এ খবর দেয়৷ আলেপ্পোর যে পাঁচ শতাংশ পরিমাণ এলাকা এখনও বিদ্রোহীদের দখলে, সেখানে সারা রাত ধরে কামানের আওয়াজ শুনেছেন ফরাসি এএফপি সংবাদ সংস্থার এক সংবাদদাতা৷ বিদ্রোহী নিয়ন্ত্রিত বুস্তান আল-কাসর এলাকায় গোলাবর্ষণ ছাড়া তীব্র যুদ্ধ চলার কথাও এএফপি-কে বলেছেন অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান৷ আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে রয়টার্সের সংবাদদাতারাও গোলাবাজির আওয়াজ শুনেছেন৷

বৃহস্পতিবার ওএসসিই-র সম্মেলন উপলক্ষ্যে হামবুর্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দেখা হয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের৷ সেখানেই লাভরভ আলেপ্পোয় সাময়িকভাবে আক্রমণ বন্ধ থাকার কথা ঘোষণা করেন, যার উদ্দেশ্য দৃশ্যত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের স্থানান্তরের সুযোগ দেওয়া৷ লাভরভ ৮,০০০ ‘ইভ্যাকুয়ি'-র স্থানান্তরণের কথা বলেন৷ ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট লাভরভের ঘোষণাকে ‘‘ইতিবাচক কিছু যে ঘটতে পারে, তার লক্ষণ'' বলে অভিহিত করেছেন৷

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা বৃহস্পতিবার বলেছেন যে, রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র যে আলেপ্পো থেকে বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে জেনেভায় কথাবার্তা বলতে চলেছে, সেটা এই সংঘাতের রাজনৈতিক সমাধানের পথে একটা আশাজনক বিকাশধারা হতে পারে৷ সিরিয়ার সরকারি সৈন্যরা যে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ‘কমব্যাট অপারেশনস' বন্ধ করেছে, রাশিয়া এই সংবাদ দেবার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি ‘ক্লোজড ডোর' অধিবেশনে মিলিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য