সিরিয়ায় বিক্ষোভ
১০ ফেব্রুয়ারি ২০১২আলেপ্পোর হামলা
হোমস, দারা সহ সিরিয়ার অনেক শহরে সরকার বিরোধী বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছলেও উত্তরের আলেপ্পো শহর ছিল অপেক্ষাকৃত শান্ত৷ সেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন তেমন দানা বাঁধে নি৷ শুক্রবার শহরে জোড়া বিস্ফোরণের লক্ষ্য ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলি৷ এই গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে, আহতের সংখ্যা প্রায় ১৭৫৷ তাদের মধ্যে বেশ কয়েকজন নিরীহ মানুষও রয়েছে বলে জানানো হয়েছে৷ সিরিয়ার সরকারি টেলিভিশন এই হামলাকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কাজ হিসেবে তুলে ধরছে৷ ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে টেলিভিশনের পর্দায়৷ পথে ছড়িয়ে থাকা মৃতদেহ ও দেহের অংশবিশেষও দেখানো হয়েছে৷ এক পথচারী সরাসরি কাতার ও তুরস্কের নেতাদের এই অবস্থার জন্য দায়ী করেন, যারা আসাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন৷
অভিযোগ – পাল্টা অভিযোগ
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নি৷ তবে গত কয়েক দিনে প্রেসিডেন্ট আসাদের বাহিনী যেভাবে আরও কড়া হাতে বিরোধীদের দমন করে চলেছে, তার ফলে এই হামলায় বিদ্রোহীদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি'র এক প্রতিনিধি এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, বিরোধী পক্ষ ও তার বাহিনী কোনো অবস্থায় নিরীহ নাগরিকদের হত্যা করে না৷ বিদ্রোহী বাহিনী উল্টে আসাদ প্রশাসনকেই এই হামলার জন্য দায়ী করেছেন৷
আসাদ-বিরোধীদের বিক্ষোভ
হোমস শহরে বিরোধীদের প্রধান ঘাঁটি হোমস শহরে শুক্রবার পরিস্থিতি থমথমে৷ শহরের বিভিন্ন এলাকার বাইরে সেনাবাহিনীর বিশাল সংখ্যক ট্যাংক মোতায়েন করা হয়েছে৷ সকাল থেকেই গোলাগুলি শুরু হয়ে গেছে বলে বিরোধীরা জানাচ্ছে৷
আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা
সিরিয়ার আসাদ সরকারের প্রতি মনোভাব বদলাতে রাশিয়ার উপর চাপ আরও বাড়ছে৷ সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনতে ব্যর্থ হওয়ায় সরাসরি জাতিসংঘের সমালোচনা করেন, যদিও তাঁর মন্তব্যের লক্ষ্য ছিল রাশিয়া ও চীন৷ সিরিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে সৌদি আরব সক্রিয় ভূমিকা পালন করছে৷ এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ক্যাথরিন অ্যাশটন রাশিয়ার উদ্দেশ্যে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার ডাক দিয়েছেন৷ সিরিয়ায় এমন হিংসালীলা আর চলতে দেওয়া যায় না, বলেন তিনি৷ ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট হ্যারমান ফান রাম্পয় কড়া ভাষায় সিরিয়ার সরকারি বাহিনীর কুকর্মের নিন্দা করেন৷ তিনিও রাশিয়া ও চীনের ভূমিকার সমালোচনা করেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক