‘আমি সমকামী’ ঘোষণার পর মৃত্যুঝুঁকিতে মালয়েশীয় ইসমাইল
১৫ জানুয়ারি ২০১১ইউটিউবে দুই মিনিটের ভিডিও ক্লিপে তিনি বলেছেন, ‘‘আমি সমকামী৷ আমি ঠিক আছি৷'' এছাড়া সেখানে তিনি তুলে ধরেছেন, মালয়েশিয়ায় ধর্মীয় ও সাংস্কৃতিক গোঁড়ামির কারণে সমকামীদের জীবনযাপন করা কতটা কঠিন৷ তিনি চেষ্টা করেছেন সমকামীদের সমঅধিকারের পক্ষে নিজের যুক্তি তুলে ধরার৷ গত মাসে নিজেকে সমকামী হিসেবে প্রকাশ্যে জানানোর পর বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন ইসমাইল৷ এমনকি হত্যার হুমকিও জুটেছে একাধিক৷
তিনি বলেন, ‘‘আমি এখন মৃত্যুঝুঁকিতে৷ আমি জানিনা এরপর আর কী অপেক্ষা করছে আমার জন্য৷'' স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি ইসলাম ধর্মের অবমাননা করছি না৷ বরং আমি এর মাধ্যমে শুধুমাত্র মালয়েশিয়ার সমকামীদের প্রতিনিধিত্ব করতে চেয়েছি৷ আমি আশা করি যে, এই ভিডিও আরো একটু খোলামেলা সমাজ এবং আলোচনার সুযোগ করে দেবে৷'' ইসমাইলের ইচ্ছা অনুসারে খোলামেলা আলোচনা বেশ শুরুও হয়েছে৷ তবে প্রায় সব আলোচনাতেই তাঁকে ‘বিপথগামী' কিংবা ‘পশু' বলে আখ্যায়িত করেছে সমালোচকরা৷ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম থেকে শুরু করে ব্লগ, ফেসবুক ও চ্যাট গ্রুপেও উঠেছে সমালোচনার ঝড়৷
অবশ্য মালয়েশিয়ায় সেক্স বা যৌন অধিকার নিয়ে খোলামেলা আলোচনার প্রচেষ্টা এটিই প্রথম নয়৷ ‘সেক্সুয়ালিটি মের্ডেকা' নামের একটি সংস্থা এ বিষয়টি নিয়ে সেখানে কাজ করছে৷ এমনকি তারা বিশেষভাবে সমকামীদের অধিকারের উপর গুরুত্ব দিয়ে যৌনতা বিষয়ক বার্ষিক মানবাধিকার উৎসবের আয়োজনও করে থাকে৷ তবে এতদিন পর্যন্ত অমুসলমানদের আনাগোনা ছিল এই সংস্থাটির কর্মতৎপরতায়৷ আজমান ইসমাইল প্রথম কোন মুসলমান যিনি এই আসরে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন৷
উল্লেখ্য, মালয়েশিয়ায় মানবশরীরের পশ্চাৎদেশে যৌন কাজ করাকে মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়৷ আর এই অপরাধে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়