1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাবাংলাদেশ

আমি এদের কাউকে চিনি না, তারপরও মামলার বাদি আমি: আব্দুল মতিন

Faisal Ahmed২১ নভেম্বর ২০২৪

আব্দুল মতিন এজাহারে ১৭৭ জন আসামির নাম উল্লেখ করেছেন৷ এর মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে মাছুম বিল্লাহ যে অভিযোগ দিয়েছেন, সেখানে আসামি করেছেন ২০ জনকে৷ তাদের কারো বাসা ওই এলাকায় নয়, অধিকাংশ রাজনীতির সঙ্গে সম্পৃক্তও নয়৷ আসামিদের মধ্যে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নিয়েছে৷ একটি প্রতিষ্ঠান দখলে নেওয়ার জন্য এই মামলা বলে আসামিদের অভিযোগ৷

https://p.dw.com/p/4nIJD