ঢাকার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা ডয়চে ভেলেকে বলেন," ৫ আগস্ট আমাদের থানায় লোকজন ঢুকে সব পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে ফেলেছে। আমাদের এখন বসার মতো কোনো পরিবেশ নাই। আমাদের অস্ত্রগুলো নিয়ে গেছে। মালখানায় যা ছিলো নিয়ে গেছে। বাইরের মোটর সাইকেল নিয়ে গেছে। তিন ও চার তলায় ফোর্সদের থাকার জায়গা পুড়িয়ে ফেলেছে। এখন আমরা চেষ্টা করছি কাজের পরিবেশ তৈরি করার। আর অধিকাংশ ফোর্সই এখনো জয়েন করেনি।”