আবাসনের বেসরকারীকরণ চায় না বার্লিনের জনতা
২৭ সেপ্টেম্বর ২০২১নতুন জার্মান চ্যান্সেলর কে হবেন, তা ঠিক করতে ভোট দেবার পাশাপাশি, বার্লিনের বাসিন্দারা ভোট দিলেন শহরের আবাসন প্রকল্পগুলির ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যেও৷ বড় বড় আবাসন ব্যবস্থাপনা রাষ্ট্রায়ত্ত করার পক্ষে ভোট দিয়েছেন বার্লিনের ভোটারদের ৫৬ দশমিক ৯ শতাংশ মানুষ৷ বিপক্ষে ভোট দিয়েছেন ৩৯ শতাংশ৷
৩৪ হাজার নাগরিকদের সাহায্যে এই রেফারেন্ডামের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই হাজার ২৫০টি ভোটকেন্দ্রে৷
২৭ শতাংশ ব্যালট গোনা হতেই দেখা যেতে থাকে এই ফলের ধারা৷ পূর্ণ ফল এখন প্রকাশ হয়নি৷
বেসরকারীকরণের বিপক্ষে বার্লিনের নাগরিকদের যে আন্দোলন চালু রয়েছে, তাদের পক্ষে টুইটারে জানানো হয়, ‘‘এটা শুধু প্রাথমিক ফল, পুরোটা জানতে আরো এক দিন লাগবে৷ কিন্তু এই পরিসংখ্যানও বলছে যে বার্লিনের মানুষ অনেক সহ্য করেছেন৷ পাগলের মতো বাসা ভাড়া আর না৷''
রেফারেন্ডামের বাস্তবায়ন হতে গেলে মোট ভোটারের এক চতুর্থাংশের মত থাকতে হবে৷ কিন্তু সেটাও সীমিত থাকবে নতুন বার্লিন নগর পরিষদে আলোচিত হওয়া পর্যন্তই৷
প্রভাব যেমন
‘এক্সপ্রোপ্রিয়েট ডয়চে উওনেন অ্যান্ড কোম্পানি' আন্দোলনের ফলাফল এই গণভোট বা রেফারেন্ডাম৷ এই গণভোটের পর বার্লিন সেনেটের সামনে শহরটির তিন হাজার বাসার দখল রাষ্ট্রায়ত্ত করবার সুযোগ থাকছে৷
বার্লিন শহরের বাসা ভাড়া ও বাসার দাম বেশ কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তার আকাশছোঁয়া দামের কারণে৷ ক্ষমতাসীন বামঘেঁষা সরকারের পক্ষে একটি ‘রেন্ট ক্যাপ' বেঁধে দেবার প্রস্তাব এসেছিল, যা বাস্তবায়ন হলে একটি নির্দিষ্ট সীমা ছাড়াতে পারতো না বাসার দাম৷ কিন্তু সম্প্রতি জার্মানির সাংবিধানিক আদালত তা খারিজ করে দেয়৷
এই গণভোটের ফল মেনে নেওয়া কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক না হলেও এই গণরায় সেনেটে আবাসনের বিষয়টিকে আলোচনায় নিয়ে আসবে বলে মত ডয়চে ভেলের সাংবাদিক উইলিয়াম গ্লুক্রফটের৷
বার্লিনে মোট এক লাখ ১৩ হাজার বাসার মালিক ডয়চে উওনেন নামের একটি বিরাট আবাসন গোষ্ঠী৷ ৩৬ লাখ মানুষের বাস যে বার্লিনে, সেখানের আবাসন সংকট একটি জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে৷
অ্যালেক্স বেরি/এসএস