আবারো উত্তেজনা জেরুসালেমে
২০ নভেম্বর ২০১৪পশ্চিম জেরুসালেমের এক ইহুদি উপাসনালয়ে মঙ্গলবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে তারা৷
অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে৷ এতে বলা হয়েছে এ ধরনের উত্তেজনা দু'দেশের মানুষের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে৷ তাই দু'দেশের সরকার প্রধান ও জনগণকে স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে৷ ২০০৮ সালের পর জেরুসালেমে এমন হামলার ঘটনা আর ঘটেনি৷
পশ্চিম জেরুসালেমের ঐ ইহুদি উপাসনালয়ে মঙ্গলবার পিস্তল, ছুরি ও কুঠার নিয়ে হামলার ঘটনা ঘটেছে৷ এতে অন্তত পাঁচ ইহুদি নিহত ও আরও আটজন আহত হয়েছেন৷ নিহতদের মধ্যে চারজন রাব্বি (ইহুদি যাজক) এবং একজন পুলিশ৷ সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দু'জন ফিলিস্তিনি এই হামলা চালায়৷ মঙ্গলবারে এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷
অন্যদিকে বুধবার ফিলিস্তিনিদের তিনটি বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘যেসব ফিলিস্তিনি সিনাগগে এবং এর আগে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়ার নির্দেশ দিচ্ছি আমি৷''
এই ঘোষণার কয়েক ঘণ্টা পর পূর্ব জেরুসালেমে আব্দেল রহমান নামে এক ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা হয়৷ গত ২২ অক্টোবর ব্যস্ত বাজারে নিজের গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন তিনি, যেখানে এক নারী ও শিশু নিহত হয়৷
তবে হামলার আগেই ঐ পরিবার প্রতিবেশির বাড়িতে আশ্রয় নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এ আচরণ তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দোষীদের শাস্তি না দিয়ে তাদের পরিবারকে এমন হয়রানি করার কোনো মানে হয় না৷ তবে সিনাগগে হামলার কারণে নয় বরং গত তিন মাসে বিভিন্ন হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অন্তত তিন ব্যক্তির বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ৷
বুধবার জেরুসালেমের পৌরসভা পূর্ব জেরুজালেমে আরো ৭৮টি নতুন ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব অনুম্রদন করেছে৷ পোপ ফ্রান্সিসও বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন৷
হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনালয়ে ইহুদি উপাসনাকারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং যারাই এ ঘটনা ঘটাক না কেন, বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানানো হচ্ছে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)