আবারো মাঠে ব্রাজিলের রোনাল্ডো
৭ জুন ২০১১বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টা ৫০ মিনিটে আবার মাঠে নামবেন তিনি৷ একেবারে ব্রাজিল দলের হয়ে, হলুদ জার্সি গায়ে৷ রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সেটা৷ বার্তাসংস্থাগুলোর খবর অনুযায়ী, খেলার প্রথমার্ধের ৩০তম মিনিটে মাঠে নামবেন রোনাল্ডো৷ খেলবেন প্রথমার্ধের শেষ অবধি৷
রোনাল্ডো গত ফেব্রুয়ারিতে অবসরের ঘোষণা দেন৷ তখন তিনি বলেছিলেন, শরীর আর চলছে না৷ বর্তমানে তাঁর বয়স ৩৪ বছর৷ এই অবস্থা মাঠে নামার সুযোগ করে দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন৷
বলা হচ্ছে, আনুষ্ঠানিক বিদায় নেওয়ার একটি সুযোগ তৈরি করা হয়েছে ‘দ্য ফেনোমেনন' এর জন্য৷ ব্রাজিলের জাতীয় দলের কোচ মানো মেনেজেস জানিয়েছেন, এই ম্যাচটি রোনাল্ডোর জন্য স্মরণীয় রাখতে সব চেষ্টাই করা হবে৷ ব্রাজিলের আরেক স্ট্রাইকার রোবিনহো'র কথায়, বিশ্ব ফুটবলে রোনাল্ডো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব৷ জাতীয় দলে অত্যন্ত উজ্জ্বল সময় কাটিয়েছেন তিনি৷ মোটের ওপর তিনি একজন চমৎকার মানুষ৷
রোনাল্ডো বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা৷ বিশ্বকাপে মোট ১৫টি গোল করেছেন তিনি৷ ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের খেলোয়াড় ছিলেন তিনি, যদিও সে আসরে একটি ম্যাচেও মাঠে নামেননি তিনি৷ এরপর ১৯৯৮ সালে ব্রাজিল কাপ না জিতলেও সে আসরে তারকা খ্যাতি পান রোনাল্ডো৷ ২০০২ সালের বিশ্বকাপ জয় করে ব্রাজিল, এই জয়ের পেছনে বড় অবদান রাখেন তিনি৷ ২০০৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল৷ সেই আসরে রোনাল্ডো গোল করেছিলেন একাধিক, কিন্তু ঠিক জ্বলে উঠতে পারেননি৷
ভবিষ্যতে, রোনাল্ডো কী করবেন তা নিয়েও জল্পনাকল্পনা চলছে৷ এখন পর্যন্ত যা খবর, তাতে একটি ক্রীড়া বিপণন এজেন্সি নিয়ে সময় কাটাবেন তিনি৷ সেখানে রোনাল্ডোর অংশীদারিত্বও রয়েছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক