1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার বেপরোয়া আওয়ামী লীগ

৮ নভেম্বর ২০১৬

আাওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মধ্যে আবারো বেপরোয়া ভাব৷ সংখ্যালঘু নির্যাতন থেকে মুক্তিযোদ্ধা নির্যাতন – সব ক্ষেত্রেই এদের নাম আসছে৷ ঢাকায় এক সাংবাদিককে পুড়িয়ে হত্যার চেষ্টার সময়ও আ. লীগের নাম ব্যবহার করা হয়৷

https://p.dw.com/p/2SLZv
বাংলাদেশে সহিংসতা
ছবি: picture-alliance/dpa

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০শে অক্টোবর সংখ্যালঘুদের ওপর হামলার পর সারাদেশেই সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে৷ ঐ ঘটনার পর অন্তত আরো ছয়টি হামলার ঘটনা ঘটে সারাদেশে৷ এছাড়া নাসিরনগরে ৩০শে অক্টোবরের হামলার পর আরো দু'দফা হামলার ঘটনা ঘটে৷ সেই হামলার ঘটনায় এটা স্পষ্ট যে, এর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জড়িত৷ এই হামলায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ তারা হামলার দিন সকালে কর্মীদেরসহ লাঠিসোটা নিয়ে ধর্ম অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেন৷ সেই সমাবেশ থেকেই হামলা চালানো হয়৷

মাহবুব উল আলম হানিফ

তবে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হলেও এখনো তাদের আইনের আওতায় নেয়া হয়নি৷ শুধু তাই নয়, নাসিরনগরের সংসদ সদস্য এবং মৎস্যমন্ত্রী ছায়েদুল হক এখনো তাদের প্রটেকশন দিয়ে যাচ্ছেন৷ মঙ্গলাবারও তিনি নাসিরনগরে এক সমাবেশে বলেন, ‘‘তিলকে তাল করা হয়েছে, মাত্র চার-পাঁচটি বাড়িতে হামলা হয়েছে৷''

এদিকে ঝিনাইদহে ৬৫ বছরের এক মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল৷ ঐ মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে৷ মুক্তিযোদ্ধার নাম মোক্তার আহমেদ মৃধা৷ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি৷ জেলা আওয়ামী লীগের সদস্য৷ ১৮ই অক্টোবর সন্ধ্যার দিকে শৈলকুপার কবিরপুরে জাকির মেডিকো নামে একটি ওষুধের দোকানের সামনে প্রথমে তার ছেলে খোরশেদ মৃধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়৷ এরপর ভিতরে বসা মুক্তার আহমেদ মৃধাকে নির্মম নির্যাতন করা হয়৷ তারা এখন ঢাকায় চিকিৎসাধীন আছেন৷

মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা

আহত মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা ডয়চে ভেলেকে জানান, ‘‘আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইয়ের ক্যাডাররা আমার ওপর হামলা চালায়৷ আমার অপরাধ আমি টেন্ডার জমা দিয়েছিলাম৷'' তিনি জানান, এখন হামলাকারীরা সবাই আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷

তিনি আক্ষেপ করে আরো বলেন, ‘‘মুক্তিযোদ্ধা হিসেবে এই নির্যাতনের শিকার হওয়ার আগে আমার মরে যাওয়া ভালো ছিল৷'

এদিকে রবিবার পুরনো ঢাকা অবৈধ পলিথিন কারখানা নিয়ে রিপোর্ট করতে দিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান এবং ক্যামেরাম্যান শাহীন আলম৷ শাকিল হাসানের গায়ে  কোরোসিন ঠেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়৷ শাহীন ডয়চে ভেলের কাছে অভিযোগ করেন, ‘‘হামলাকারী বলে আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ জন্ম দেই৷ সাংবাদিক মারলে কিছু হয় না৷''

তিনি আরো অভিযোগ করেন, ‘‘ঘটনাস্থল থেকে থানা পায়ে হেঁটে ১০ মিনিটের পথ হলেও পুলিশ আসে দেড় ঘণ্টা পর৷ আর এখনো অপরাধীরা আটক হয়নি৷''

শাকিল হাসান

এছাড়া ঢাকার গুলিস্তানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা দুই ছাত্রলীগ নেতা সাব্বির রহমান ও আশিকুর রহমান দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি৷ সংবাদমাধ্যমে লেখালেখির কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা হলেও তারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে৷ জানা গেছে, তারা নাকি এখনো এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় আছে৷

এ সব বিষয় নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই ঘটনাগুলোকে এক করে দেখলে চলবে না৷ নাসিরনগরের ঘটনা তারাই ঘটিয়েছে, যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে৷ যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়৷ যারা হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটিয়েছে৷''

তাঁর কথায়, ‘‘ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা নির্যাতনের বিষয়টিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সাংবাদিক নির্যাতনসহ অন্য ঘটনায়ও আইনি ব্যবস্থা শুরু হয়ে গেছে৷''

বন্ধুরা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান