1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে নির্বাচন

২১ সেপ্টেম্বর ২০১৫

একদিকে একের পর এক নির্বাচনি সাফল্য, অন্যদিকে অস্থির মনোভাব৷ আগাম নির্বাচনে জয়ের পর আলেক্সিস সিপ্রাস যো কোন পথে এগোবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷

https://p.dw.com/p/1GZjj
ছবি: Reuters/M. Karagiannis

আবার সবাইকে চমকে দিয়ে গ্রিসের নির্বাচনে জয়ী হলেন আলেক্সিস সিপ্রাস৷ অথচ কয়েকদিন আগে পর্যন্ত তিনি জনমত সমীক্ষায় পিছিয়ে ছিলেন৷ দেশে চরম সংকট সত্ত্বেও এত কম সময়ের মধ্যে এত বার জনগণের সমর্থন আদায় করা মোটেই সহজ নয়৷ তাঁর মতে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল৷

এবারের নির্বাচনের ফলাফলের বিভিন্ন দিক উঠে এসেছে টুইটার ব্যবহারকারীদের মন্তব্যে৷ যেমন অনেকে মনে করিয়ে দিয়েছেন, যে যথেষ্ট সংখ্যক মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি৷ তাই কাগজে-কলমে জয় সত্ত্বেও সিপ্রাস-এর প্রতি গ্রিসের মানুষের সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে৷

গ্রিসে একের পর এক গোলযোগ ঘটিয়েও আগাম নির্বাচন ডেকে সিপ্রাস যেভাবে জয়লাভ করলেন, তা সত্যি অসাধারণ বলে মনে করেন হল্গার চেপিৎস৷

জনমত সমীক্ষার ফলাফলেরই গ্রিসের নির্বাচনে সবচেয়ে বড় পরাজয় ঘটেছে বলে মনে করেন ইয়েন্স বাস্টিয়ান৷

ভোটের আরও বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইউরো-পন্থি দলগুলিরই জয় হয়েছে৷ আলেক্স আন্ড্রেউ মনে করেন, যারা গণভোটের ফলাফল নিজের পক্ষে টানতে চেয়েছে, ভোটাররা তাদের শাস্তি দিয়েছেন৷ গ্রিকরা আনুগত্যের অভাব পছন্দ করেন না৷

নির্বাচনে জয়লাভ করে সিপ্রাস এবার কী করবেন? নারা নজ মনে করেন, তিনি আবার বেলআউট চুক্তি গ্রহণের প্রশ্নে গণভোট আয়োজন করবেন৷ তারপর আবার পদত্যাগ করবেন৷

তবে মাক্সিম সবাইহি-র বিশ্বাস, যে সরকার ইউরোপের সঙ্গে বেলআউট কর্মসূচির শর্ত নিয়ে আলোচনা করেছেন, তারাই আবার পুনর্নির্বাচিত হয়ে সেই কর্মসূচির বাস্তবায়ন করবে৷ এটা সত্যি ইতিবাচক ঘটনা৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য