তোপের মুখে ভারতের দুই সাবেক ক্রিকেটার
২ এপ্রিল ২০২০চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানে করোনা ভাইরাসের শিকারদের সহায়তা করার জন্য তহবিল সংগ্রহ করছেন শহিদ আফ্রিদি ৷ সবাইকে আর্থিক অনুদান দিয়ে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি৷ এক টুইট বার্তায় ‘বুম বুম আফ্রিদি’র উদ্যোগের প্রশংসা করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং৷ যুবরাজ সিংও আফ্রিদিকে সমর্থন জানিয়েছিলেন ভিডিও বার্তার মাধ্যমে৷
ভারত-পাকিস্তানের বৈরি সম্পর্কের রেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসতে সময় লাগেনি৷ কাশ্মীর ইস্যুতে ভারতের একেবারে বিপরীত অবস্থান শহিদ আফ্রিদির৷ এই বিষয়টি মনে করিয়ে দিয়ে আফ্রিদির পাশে দাঁড়ানোর জন্য হরভজন ও যুবরাজের তীব্র সমালোচনা করেছেন অনেকেই৷ তাদের কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে ভারতের দুই সাবেক ক্রিকেটার প্রকারান্তরে নিজের দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন৷ টুইটারে একজন হরভজন ও যুবরাজের কাছে জানতে চেয়েছেন, ‘‘আপনাদের কোনো কাণ্ডজ্ঞান আছে?’’ আরেকজন লিখেছেন, ‘‘সম্মান হারালেন৷ হ্যাঁ, আপনারা তা হারিয়ে ফেলেছেন৷’’
ভারতের কিছু মানুষের এমন প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শহিদ আফ্রিদি৷ নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘মানবতার সমর্থনে দেয়া সাধারণ বক্তব্যেও মানুষ ভুল বুঝছে৷ খুব দুঃখজনক! আমরা তো ভালোবাসা ও শান্তির দূত!’’ তার পাশে দাঁড়ানোর জন্য সাবেক স্পিনার হরভজন ও সাবেক অলরাউন্ডার যুবরাজের প্রশংসাও করেছেন তিনি৷
অন্যদিকে সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরেননি যুবরাজ সিং৷ নিজেকে দেশপ্রেমিক দাবি করে তিনি লিখেছেন, ‘‘সমাজে নাজুক অবস্থায় থাকা মানুষদের সাহায্য করার আবেদনে কিভাবে মানুষ রেগে যেতে পারে বুঝতে পারছি না৷ ওই বার্তার মাধ্যমে আমি দু'দেশের মানুষের জন্যই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চেয়েছিলাম৷ কারো অনুভূতিতে আঘাত দেয়ার কোনো ইচ্ছাই ছিল না৷’’
এসিবি/কেএম (এএফপি)