1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার কলার রাজধানী উগান্ডায় কলার তন্তু দিয়ে আসবাব

২ জুন ২০২৩

উগান্ডাকে আফ্রিকার কলার রাজধানী বলা হয়৷ ৫০টিরও বেশি জাতের পাকা কলা ও কাঁচকলা সে দেশে চাষ করা হয়৷ নানা রূপে সেই কলা প্রতিদিন খাওয়াও হয়৷ সেই দেশের এক শিল্পী কলা গাছের তন্তু দিয়ে আসবাবও তৈরি করছেন৷

https://p.dw.com/p/4S67p