ভারতীয় কনস্যুলেটে হামলা
৪ জানুয়ারি ২০১৬রোববার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখের মাজার-ই শরিফ শহরে ভারতীয় কন্যুলেটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়৷ কনস্যুলেটের ভেতরে সবাই তখন সাফ ফুটবল ফাইনালের ভারত-আফগানিস্তান ম্যাচ দেখছিল৷ রাস্তাঘাট ছিল ফাঁকা৷ তখনই অতর্কিত হামলা চালিয়ে কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সন্ত্রাসীরা৷ ফাইনালে ভারত আফগানিস্তানকে হারালেও কনস্যুলেটের সবাই সে জয় উদযাপনের সুযোগ পাননি৷
নিরাপত্তা কর্মীদের বাধার মুখে সন্ত্রাসীরা কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি৷ পরে আফগান পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছায়৷
ধারণা করা হচ্ছে, হামলার প্রস্তুতি নিয়ে কনস্যুলেট ভবনের পাশের এক বাড়িতে আগে থেকেই অপেক্ষা করছিল সন্ত্রাসীরা৷ আঁধার নামার সঙ্গে সঙ্গেই তারা সেই বাড়ি থেকে বেরিয়ে হামলা শুরু করে৷
শেষ খবর অনুযায়ী, দূতাবাসের সবাই এখনো নিরাপদেই আছেন, তবে গোলাগুলি চলছে৷
ভারতীয় রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় এ পর্যন্ত এক সাধারণ নাগরিক ও পাঁচ নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছে৷ কোনো কোনো সংবাদমাধ্যমের খবরে এ পর্যন্ত দু'জন হামলাকারীর নিহত হওয়ার খবরও এসেছে৷
পাঞ্জাবের পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার পরপরই আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা চালানো হলো৷ কোনো জঙ্গি সংগঠন এখনো হামলার দায়িত্বস্বীকার করেনি৷
এসিবি/ডিজি (রয়টার্স)