আফগানিস্তানে আবার আত্মঘাতী বোমা হামলা
২৮ জুলাই ২০১১এই আত্মঘাতী বোমা হামলা হয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশের সরকারি ভবনে৷ প্রায় ছয় জনের মত হামলাকারী রাজধানী শহর ত্রিন কোট'এ প্রাদেশিক গভর্নর আর পুলিশ প্রধানের কম্পাউন্ডে হানা দেয়৷ এ খবর দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি৷ তিনি জানান, তিনজন আত্মঘাতী হামলাকারী বোমায় বিস্ফোরণ ঘটায় এবং বাকিদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলে৷ উরুজগান প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান খান আগা নেহাখিল জানান, উনিশ জন নিহত হয়েছে এই হামলায়৷ তাদের মধ্যে আছে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক মানুষ, একজন সাংবাদিক৷
সাংবাদিকের নাম ওমিদ খপালওয়াক৷ বয়স মাত্র ২৫৷ আফগান বার্তা সংস্থা পাঝক এবং বিবিসি'র জন্য সংবাদদাতা হিসেবে কাজ করতেন৷ এই বার্তা সংস্থার প্রধান সম্পাদক দানেশ কারোখিল জানিয়েছেন, ওমিদ একটি সাক্ষাৎকার নেয়ার জন্য উরুজগানের টিভি স্টেশনে ছিলেন৷ তিন ঘন্টা আটকে পড়েছিলেন তিনি৷ গোলাগুলির মাঝে বেরিয়ে আসতে পারেননি৷ বিবিসির তরফ থেকেও সাংবাদিক ওমিদের নিহত হবার খবর দেয়া হয়েছে৷ উরুজগান টিভি চ্যানেলের প্রধান ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, টিভি স্টেশনের অফিসের ভিতরে বোমা ফাটার শব্দ শুনেছেন তিনি৷ গভর্নরের কম্পাউন্ড থেকে এই ভবনের দূরত্ব ১০০ মিটারের মত৷ দুজন আত্মঘাতী বোমাহামলাকারী এই ভবনেও ঢোকে বলে তিনি জানান৷
যথারীতি তালেবান এই হামলার দায়িত্ব দাবি করেছে৷ তালেবান গোষ্ঠীর একজন মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছে, ছয়জন জঙ্গি এই হামলা চালায়৷ গত কয়েকদিনে বেশ কতগুলো হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা৷ মাত্র একদিন আগে আত্মঘাতী হামলায় নিহত হলেন কান্দাহার সিটির মেয়র৷ কয়েকদিন আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাই'এর সৎ ভাই আহমাদ ওয়ালি কার্জাইকে মেরে ফেলা হলো৷ ১৭ই জুলাই সশস্ত্র ব্যক্তিরা উরুজগানের প্রাক্তন গভর্নর এবং প্রেসিডেন্ট কার্জাই'এর একজন ঘনিষ্ঠ উপদেষ্টা জান মোহাম্মদ খান নিহত হলেন সশস্ত্র ব্যক্তিদের হামলায়৷ ঠিক যখন আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তার দায়িত্ব ধীরে ধীরে আফগানদের হাতে তুলে দিতে শুরু করেছে তখন এরকম উপর্যুপরি হামলা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে, স্থিতিহীনতার আশঙ্কা সৃষ্টি করেছে৷ ক্ষমতার ক্ষেত্রে এক ধরনের শূন্যতা দেখা দিতে পারে এর ফলে৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জিব বর্মন