আফগান সরকারকে সহযোগিতার আশ্বাস বাইডেনের
২৪ জুলাই ২০২১যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, তার সরকার আফগানিস্তানের জনগণের জন্য মানবিক, উন্নয়নমূলক সহাযোগিতার পাশাপাশি দেশটির নিরাপত্তাবাহিনীকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে৷
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে ন্যাটো সেনাদের উঠিয়ে নেওয়ার ঘোষণার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের সাথে তালেবানদের সংঘর্ষ চলছে৷ প্রতিদিনই সেখানে সাধারণ মানুষ নিহতের ঘটনা ঘটছে৷ আশরাফ গানির নেতৃত্বাধীন বর্তমান সরকারের উচ্ছেদ চায় তালেবানরা৷
শুক্রবারের আলোচনায় দুই সরকারপ্রধান তালেবানদের এমন সহিংস কার্যক্রমের নিন্দা জানান৷
তার আগে দেশটির বিমানবাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট শক্তিশালী নয় বলে উদ্বেগ প্রকাশ করেন আফগান সরকারের কমর্কর্তারা৷ শুক্রবার বাইডেন ও গানির আলোচনায় এ বিষয়টিও উঠে এসেছে বলে জানা গেছে৷
শরণার্থীদের সহায়তায় তহবিল
এদিকে আফগানিস্তানে বাস্তুচ্যুতদের সহায়তায় দশ কোটি ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন৷ তাছাড়া গত বিশ বছরে মার্কিন সেনাদের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার৷ তাদেরকে বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে৷
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের বতর্মান প্রেক্ষাপটে শরণার্থী, বাস্তুচ্যুত ও সহিংসতার শিকার ব্যক্তিরাসহ যারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন তাদের পাশে দাঁড়াতে এ অর্থ সহযোগিতা দেওয়া হচ্ছে৷
এদিকে তালেবানদের হামলায় আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে৷ ক্ষমতায় থাকা গানি সরকারের পতন চায় তালেবানরা৷ বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাতকারে তালেবানদরে মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগানিস্তানে গানি প্রশাসনের অবসান ও আলোচনার ভিত্তিতে নতুন সরকার ক্ষমতায় আসার আগ পযর্ন্ত তারা ‘সহিংসতা থামাবে না'৷
তার আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলে জানান, তালেবানরা দেশটির অর্ধেক এলাকা দখলে নিয়েছে৷
তালেবানদের হটাতে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন৷
আরআর/এআই (রয়টার্স, এএফপি, এপি)