আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পোপ’এর ঐতিহাসিক ফোন
২২ মে ২০১১এসময় তিনি নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন এবং সেখানে থাকাকালীন তারা প্রার্থনা করেন কি না জানতে চান৷
এছাড়া মহাকাশ গবেষণা কীভাবে পৃথিবীতে শান্তি বয়ে আনতে সহায়তা করতে পারে সে বিষয়েও জানতে চেয়েছেন পোপ৷ এর উত্তরে মার্কিন মহাকাশ ফেরি ‘এন্ডেভার' এর কম্যান্ডার মার্ক কেলি পোপকে বলেন, তারা সৌরশক্তি বাড়ানো নিয়ে কাজ করছেন৷ এতে সফল হলে বর্তমানে পৃথিবীতে যে হানাহানি হচ্ছে তা অনেকটা কমে আসতে পারে বলে জানান তিনি৷
এছাড়া কেলির স্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস'এর বর্তমান শারীরিক অবস্থার কথা জানতে চান পোপ৷ উল্লেখ্য, বছরের শুরুতে সন্ত্রাসীদের এক হামলায় মাথায় মারাত্মক চোট পান গিফোর্ডস৷ সেই থেকে তিনি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷
পোপের কাছে মহাকাশে থাকার অভিজ্ঞতা জানান ইটালির নভোচারী রবার্তো ভিট্টোরি৷ তিনি বলেন, ‘‘রাত হলে আমরা নিচে থাকা পৃথিবীর দিকে তাকাই৷ আমাদের পৃথিবী, নীল পৃথিবী, সুন্দর৷''
উল্লেখ্য, পৃথিবী থেকে ৩৫৫ কিলোমিটার উপর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের অবস্থান৷ ষোলটি দেশের বিনিয়োগে প্রায় ১০ বছর ধরে তৈরি করা হয়েছে এই কেন্দ্রটি৷ এতে খরচ হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম