1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছি'

১২ মে ২০২৩

সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি৷

https://p.dw.com/p/4RHul
খালেদ মুহিউদ্দীন জানতে চায়
ছবি: DW

শুক্রবার ডয়চে ভেলে বাংলার ইউটিউব শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ হারুনুর রশীদ বলেন, ‘‘বিদেশিদের সঙ্গে যেসব বৈঠক হচ্ছে তাতে নির্বাচন ব্যবস্থা মানবাধিকার এসব নিয়েই আলোচনা হচ্ছে৷ এসব নিয়ে আমরা আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছি৷''

তিনি বলেন, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না৷ তবে বাংলাদেশের মানবাধিকার ও ভোটের অধিকার ‘পুনরুদ্ধারে' সরকারকে চাপ দেবার কথা বলছেন তারা৷

‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না৷ ভোটের অধিকার পুনরুদ্ধার করতে হবে,'' বলেন তিনি৷

অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম৷ তিনি অভিযোগ করেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে৷ তারা অ্যামেরিকার প্রচ্ছন্ন সমর্থনও আদায় করতে পেরেছে বলে মনে করেন তিনি৷

‘‘এটা ঠিক অ্যামেরিকার একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপি আদায় করতে পেরেছে৷ তারা লবিস্ট নিয়োগ করেছে৷ সেখানে ড. ইউনূস যুক্ত হলে তা আরো বেশি হবে সেটাই স্বাভাবিক৷ বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে,'' বলেন তিনি৷ 

হারুনুর রশিদ বলেন, অন্য সরকারের আমলে এতটা খারাপ মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়নি, বা ভোটের অধিকার হরণ হয়নি,  যতটা আওয়ামী লীগের আমলে হয়েছে৷ ‘‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত হচ্ছে,'' বলেন তিনি৷

জবাবে তারানা হালিম বলেন, ‘‘নির্বাচন সোজা পথে চলছিল৷ বাঁকা পথ শিখিয়েছে বিএনপি৷''

আওয়ামী লীগের সব শুদ্ধ তা তিনি মনে করেন না৷ তবে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই বলে মনে করেন তিনি৷ ‘‘আওয়ামী লীগের বিকল্প উন্নততর আওয়ামী লীগ,'' বলেন তারানা হালিম৷

জেডএ/এফএ