আন্তর্জাতিক আঙ্গিনায় সম্মান পাচ্ছে মেহেরজান
৮ আগস্ট ২০১১মুক্তিযুদ্ধে এক পাকিস্তানি সেনার সঙ্গে বাঙ্গালী ললনার প্রেম ও ভালোবাসার কাহিনী মেহেরজান৷ ছবিটিতে আরও এসেছে সাতচল্লিশের ভারত বিভাগ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বরতার কাহিনী৷ কিন্তু পাকিস্তানী সেনার সঙ্গে এক বাঙ্গালী নারীর ভালোবাসা! বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের অনেক মানুষ সেটা মেনে নিতে পারেননি৷ তাই শুরু হয় বিতর্ক, আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হচ্ছে না মেহেরজান৷
তবে ছবির পরিচালক রুবাইয়াত হোসেন এই সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছিলেন, এটি একটি গল্প মাত্র, এতে মুক্তিযুদ্ধের অবমাননার কিছু নেই৷ যাই হোক, এরপর থেকে একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি৷ রুবাইয়াত হোসেন ডয়চে ভেলেকে জানিয়েছেন, গত মাসে ক্যালিফোর্নিয়ার অ্যাকশন অন ফিল্ম বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পায়৷ এতে সেরা ছবির ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি৷ এছাড়া সেরা নারী পরিচালক ক্যাটাগরিতেও মনোনয়ন পায় মেহেরজান৷ রুবাইয়াত হোসেন আরও জানিয়েছেন, আগামী নভেম্বরে মিশিগানে অনুষ্ঠিতব্য অ্যামেরিকান চলচ্চিত্র উৎসবে মেহেরজানকে আমন্ত্রণ জানানো হয়েছে৷
উল্লেখ্য, ছবিটিতে ভারতের প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চনের পাশাপাশি নতুন মুখ হিসেবে বাংলাদেশি অভিনেত্রী শায়না আমিনের অভিনয় বেশ নজর কেড়েছে৷ জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মেহেরজান৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ