1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আনুষ্ঠানিক প্রচারণায় ‘আমার বন্ধু রাশেদ’

৫ মার্চ ২০১১

আমার বন্ধু রাশেদ৷ মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র৷ জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘আমার বন্ধু রাশেদ’ উপন্যাসের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মোরশেদুল ইসলাম৷

https://p.dw.com/p/10TqX
মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদছবি: AP

ইমপ্রেস টেলিফিল্ম এবং মনন চলচ্চিত্র যৌথভাবে ছবিটির প্রযোজনা করেছে৷ আজ উদ্বোধন করা হবে এই ছবির ওয়েব সাইট৷ সেইসঙ্গে আনুষ্ঠানিক প্রচারণা৷ আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে এই ছবিটি৷

মুক্তিযুদ্ধের পটভূমিতে সাহসী এক কিশোরকে ফুটিয়ে তোলা হয়েছেএই ছবিতে ৷ ময়মনসিংহ, দিনাজপুর এবং মংলা বন্দরসহ বিভিন্ন জায়গায় এর চিত্রায়ন করা হয়েছে৷ ছবিটির কয়েকটি দৃশ্য চিত্রায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাহায্য নিতে হয়েছে৷ এই ছবির প্রধান ভূমিকাগুলোতে রয়েছে একদল কিশোর অভিনেতা৷ অন্যদিকে রাইসুল ইসলাম আসাদ, পিযূষ বন্দোপাধ্যায়, হুমায়রা হিমু, পারভেজ মুরাদ, ওয়াহিদা মল্লিক জলি এবং ইনামূল হকের মতো দক্ষ অভিনেতারাও অভিনয় করেছেন এই ছবিতে৷

এর আগে মোরশেদুল ইসলাম জাফর ইকবালের গল্প অবলম্বনে নির্মাণ করেছিলেন ‘দ্বিপু নম্বর টু' ছবিটি৷ শিশুতোষ ঐ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো৷ তাই এবারও সবাই মনে করছেন ‘আমার বন্ধু রাশেদ' কাউকে হতাশ করবে না৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী