1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৯ জুলাই ২০১২

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান রবিবারেই দামেস্ক পৌঁছেছেন৷ এবং রাজধানীতে তিনি যেখানে রাত্রিবাস করেছেন, তার কাছেই গোলাগুলি চলেছে৷ তবে সিরিয়া সরকার দৃশ্যত আনান'এর পরিকল্পনাকে বাঁচাতে উদগ্রীব৷

https://p.dw.com/p/15TtG
ছবি: Reuters

দামেস্ক'এর কেন্দ্রে আল-আবাসিন চত্বর৷ জাতিসংঘের ৫০০ পর্যবেক্ষকদের ঘাঁটিও এর কাছে৷ ওদিকে আনান'এর শান্তি পরিকল্পনার চাবিকাঠি ছিল একটি যুদ্ধবিরতি যা কোনোপক্ষই মেনে চলেনি৷ কাজেই রবিবার রাত্রে বিস্ফোরণের শব্দ শুনতে শুনতে আনান কি ভেবেছেন, তিনিই জানেন৷

অপরদিকে আনান'এর পরিকল্পনা সম্পর্কে বহির্বিশ্বে যতোই দ্বিধা থাক না কেন, সিরিয়ার শাসক বাশার আল-আসাদ যে এখন আনান'এর পরিকল্পনাকেই তাঁর পক্ষে সুবিধাজনক বলে মনে করেছেন, সেটা স্পষ্ট৷ আনান দামেস্ক পৌঁছনোর আগেই আসাদ জার্মান টেলিভিশনের একটি সাক্ষাত্কারে বলেছেন যে, ‘‘আনান ভালোই কাজ করছেন'' তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কিছু দেশ আনানের পরিকল্পনাটিকে সফল হতে দিতে চায় না৷

Militärmanöver in Syrien
মুখে শান্তির কথা বললেও সিরিয়ায় শুরু হয়ে গেছে যুদ্ধের মহড়াছবি: picture-alliance/dpa

আনান দামেস্ক পৌঁছনোর পরেও সিরীয় টেলিভিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে যিনি বলেছেন, আনান'এর সঙ্গে আসাদের আলাপ-আলোচনার মূল উদ্দেশ্য হবে ‘‘তাঁর (অর্থাৎ আনান'এর) পরিকল্পনাটিকে বাঁচানোর প্রচেষ্টা''৷

আনান স্বয়ং গোড়া থেকেই তাঁর বাস্তববুদ্ধির পরিচয় দিয়ে আসছেন এই বলে যে, তাঁর পরিকল্পনার যতোই খুঁত ধরা হোক না কেন, বস্তুত ঐ পরিকল্পনার কোনো বিকল্প নেই৷ এবার তিনি স্বীকারও করেছেন যে, তাঁর পরিকল্পনা রক্তপাত বন্ধ করতে ব্যর্থ হয়েছে৷ অপরদিকে রাশিয়া এবং ইরানকে বাদ দিয়ে সমাধান খোঁজাতেও বিশ্বাস করেন না আনান৷ সিরিয়ায় উভয়েরই প্রভাব আছে, কাজেই তাদের সমাধানের অঙ্গ করতে হবে, বলে আনান ফরাসি ল্য মঁদ পত্রিকাকে প্রদত্ত সাক্ষাত্কারে মন্তব্য করেছেন৷

ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতে সিরিয়ায় বিরোধীদের শক্তি বেড়ে চলেছে৷ অর্থাৎ বিরোধীরা নিজেরাই আসাদকে অপসারণের কাজটা সম্পন্ন করতে পারে, এমন আশা রয়েছে, আরব বসন্তে অন্যত্র যে অসম্ভব সম্ভব হয়েছে৷ আসাদ প্রশাসন যেন ঠিক সেই কারণেই এখন সামরিক বলবত্তা প্রদর্শন করতে ব্যস্ত: তুর্কি জঙ্গিজেট ভূপাতিত করা, লেবাননী সীমান্তে সিরীয় সেনাবাহিনির গোলাবর্ষণ, সপ্তাহান্তে সমুদ্রে মোহড়া, এ'সবই তার অঙ্গ৷

এসি / ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য