1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদিবাসীদের ওপর হামলা: এখনও দিন কাটছে আতঙ্কে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবসে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আদিবাসীদের তিনটি গ্রামে হামলা হয়৷ এতদিন পর আজও সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নীচে বাস করছেন পাহাড়ি বাসিন্দারা৷ তাঁদের সহায়তা করার কেউ নেই, নেই নিরাপত্তা৷

https://p.dw.com/p/1E9bN
Angriff auf Minderheit in Bangladesh
ছবি: Shayantani Twisha

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৪ মাইল নামের এলাকায় এক কিলোমিটারের মধ্যে পাশাপাশি তিনটি গ্রাম৷ সুরিদাসপাড়া, ক্যাম্পপাড়া ও আমতলা৷ এই তিনটি গ্রামে পাহাড়ি আদিবাসীদের বসবাস৷ আর সেখানেই ১৬ই ডিসেম্বর সকালে হামলা চালানো হয়৷ পুড়িয়ে দেয়া হয় বাড়ি-ঘর, ধ্বংস করা হয় ফল আর ফসলের খেত – শুধুমাত্র বাঙালিদের আনারস ও সেগুন গাছ কাটার অভিযোগ তুলে৷

হামলার শিকার দোকানি লক্ষ্মীরিতা চাকমা এবং সুরিদাসপাড়া গ্রামের প্রধান রাম কার্বারি, গ্রামবাসী সঞ্জীব চাকমা ও লেহকুমার চাকমা জানান, হঠাত্‍ হামলার কারণে তাঁদের পক্ষে কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি৷ সকাল সাড়ে আটটা থেকে ন'টার দিকে পাঁচ শতাধিক বাঙালি এই হামলা চালায়৷ হামলাকারীরা ঘর-বাড়িতে আগুন, লুটপাট ছাড়াও আনারস খেত, লিচুবাগান ধ্বংস করে৷

‘ভিটেমাটি খুইয়ে আজ আমরা সর্বস্বান্ত, আতঙ্কগ্রস্ত'

হামলার অপর এক শিকার চঞ্চলাদেবী চাকমা বলেন, ‘‘আমার কমপক্ষে ৫০০ আড়তি ধান (এক আড়তিতে ১০ সের) পুড়ে গেছে৷ জমি থেকে নতুন তোলা এই ধান এখনো আমরা খাওয়াই শুরু করিনি৷ এবার কীভাবে আমাদের সংসার চলবে?''

Angriff auf Minderheit in Bangladesh
মাথার ওপর আকাশই এখন সম্বলছবি: Shayantani Twisha

বনবিহারের অধ্যক্ষ শ্রীমত্‍ ওগাসা ভিক্ষু জানান, ‘‘হামলাকারীরা মন্দিরে থাকা সাতটি পিতলের বৌদ্ধমূর্তিও নিয়ে গেছে৷ এ সময় মন্দিরঘর, সিমেন্ট এবং কঙ্কর দিয়ে তৈরি বুদ্ধমূর্তি ভাঙচুর করা হয়েছে৷''

সুরিদাসপাড়ার বরদ চাকমার ছেলে রতন চন্দ্র চাকমা ডয়চে ভেলেকে জানান, ‘‘মোট ৫৬টি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে৷ লুটপাট চালানো হয়েছে ৬২টি ঘরে৷ এছাড়া আনারস, লিচু ও সুগন্ধি আগরের বাগান ধ্বংস করা হয়েছে৷ পুড়িয়ে দেয়া হয়েছে গোলার ধান-চালসহ সবকিছু৷'' তিনি বলেন, ‘‘হামলার পর সরকারের তরফ থেকে আমাদের এখনো কোনোরকম নিরপত্তা দেয়া হয়নি৷ দেয়া হয়নি কোনো সহায়তা৷ তাই আমরা নিরপত্তাহীনতায় ভুগছি, আবারো হামলা হতে পারে – এই আতঙ্কে আছি আমরা৷''

তিনি অভিযোগ করেন, ‘‘বাঙালি হামলাকারীরা ‘প্রশাসনের' সহায়তায় দিনের বেলা এই হামলা চালায়, চালায় নির্যাতন৷ অরুণ চাকমার বৃদ্ধা মাকেও রেহাই দেয়নি তারা৷ তাঁকে বেদম মারপিট করে৷ তাদের উদ্দেশ্য পাহাড়িদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করা৷ কিন্তু এখনো অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি৷ আমরা থানায় মামলা করতেও সাহস পাচ্ছি না৷ তিনটি গ্রামের পাহাড়িরা এখন ভিটেমাটি হারিয়ে এক বিভীষিকাময় জীবনযাপন করছেন৷''

Angriff auf Minderheit in Bangladesh
সব পুড়ে ছারখার হয়ে গেছে...ছবি: Shayantani Twisha

‘পোশাক দেখলেই চেনা যায় হামলার সহায়তাকারীদের'

একই গ্রামের প্রীতিবালা চাকমা ডয়চে ভেলেকে জানন, ‘‘হামলার আগে তাঁদের গ্রামে ফাঁকা গুলি ছোড়া হয়৷ আর সেই গুলি ছোড়ার পরই প্রায় পাঁচশ' বাঙালি একযোগে তিনটি গ্রামে হামলা চালায়৷ পাহাড়িরা প্রতিরোধের চেষ্টা করলে তাঁদের ওপর নির্যাতন করা হয়৷ দীর্ঘক্ষণ ধরে হামলাকারীরা অগ্নিসংযোগ এবং তাণ্ডব চালায়৷ সে সময় পুলিশ এবং প্রশাসনের লোকজনকে খবর দেয়া হলেও, তাঁরা কেউ আসেননি৷''

কারা গ্রামে হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘‘তারা' হামলাকারীদের সহায়তা করেছে গ্রামে ঢুকতে৷ ‘তারা' সাধারণ মানুষ না৷ ‘তাদের' নাম বলা যাবে না৷ সবাই ‘তাদের' দেখেছে৷ ‘তাদের' পোশাক দেখলেই চেনা যায়৷''

প্রীতিবালা চাকমা জানান, ‘‘হামলায় মোট ১০২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পুলিশ হামলার পর এসেই আবার চলে যায়৷ নারী-শিশু এবং বৃদ্ধসহ সবাই এখনো খোলা আকাশের নীচে বসবাস করছেন৷ হামলাকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, এখন তারা আবার আমাদের চলে যাওয়ার হুমকি দিচ্ছে৷''

Angriff auf Minderheit in Bangladesh
ঘর-বাড়ি নেই, নেই বিছানা...ছবি: Shayantani Twisha

তাঁর কথায়, ‘‘আমার বাড়ি-ঘর যখন পুড়িয়ে দেয়া হয় তখন আমারা শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করি৷ ফিরে এসে দেখি সবকিছু ছাই হয়ে গেছে৷''

‘আমরা ত্রাণ, ক্ষতিপূরণ চাই না, চাই নিরাপত্তা'

ঘটনার পর রাঙামাটি জেলার পুলিশ সুপার আমেনা বেগম, সেনাবাহিনীর নানিয়ারচর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সোহেলসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ জেলা প্রশাসক মোস্তফা কামাল দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন৷ তিনি জানান, ক্ষতিগ্রস্তদের নগদ এক লাখ টাকা দেওয়া হয়৷ এছাড়া বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন, কম্বলসহ ত্রাণসামগ্রী দেওয়া হবে বলেও জানান তিনি৷

কিন্তু আদিবাসী নেতা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ডয়চে ভেলেকে জানান, ‘‘সামান্য সহায়তা বা ত্রাণও গ্রহণ করেননি ক্ষতিগ্রস্ত আদিবাসীরা৷ তাঁরা নিরাপত্তা চেয়েছেন৷ তাঁদের নিরাপত্তা না দেয়া হলে তাঁরা কোনো ধরনের সহায়তা না নেয়ার ঘোষণা দিয়েছেন৷''

Angriff auf Minderheit in Bangladesh
‘কীভাবে আমরা এবার বাঁচবো?’ছবি: Shayantani Twisha

তিনি বলেন, ‘‘এবার এত বড় হামলা এবং অগ্নিসংযোগের পরও পুলিশ প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাঁদের রক্ষায় তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না৷ গণমাধ্যমগুলোও কেন জানি নীরব৷ ঢাকায় আদিবাসীরা প্রতিবাদ সমাবেশ করলেও সুশীল সমাজের প্রতিবাদ লক্ষণীয় নয়৷''

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কথায়, ‘‘এবারের হামলা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে৷ প্রশাসনের ইন্ধনেই যে এই হামলা হয়েছে – এমন অভিযোগও রয়েছে৷ তবে যাই হোক এখন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নিরাপত্তার আশু প্রয়োজন৷'' এর সঙ্গে তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের চিহ্নিত করা এবং তাদের আইনের আওতায় আনার দাবিও জানান এই আদিবাসী নেতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান