আতঙ্কের নাম ‘রিকুইজিশন’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যবহারের জন্য পুলিশ গাড়ি রিকুইজিশন শুরু করায় আতঙ্কে রাস্তায় গাড়ি বের করছেন না পরিবহণ মালিকেরা৷ এ কারণে গত কয়েকদিন রাস্তায় গণপরিবহণের সংখ্যা কমেছে৷ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷
পূর্বের অভিজ্ঞতা
অতীতে নির্বাচনের সময় রিকুইজিশন ডিউটি করার অভিজ্ঞতা থেকে ড্রাইভার আনোয়ার হোসেন বলছেন, তেল খরচ, ড্রাইভারের খোরাকি ও ভাড়া হিসেবে নগদ টাকা দেওয়ার কথা থাকলেও তাদের সেই টাকাটা দেওয়া হয় না৷ তাই তারা ‘রিকুইজিশন’ আতঙ্কে বের হচ্ছেন না গাবতলি টার্মিনাল থেকে৷
পুলিশের বক্তব্য
পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে-পরে ভোটের সরঞ্জামসহ যাতায়াতের জন্য প্রচুর যানবাহন প্রয়োজন৷ সরকারের কাছে এত গাড়ি নেই৷ তাই প্রতি নির্বাচনের আগেই প্রশাসন ও নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের যাতায়াতের জন্য মাইক্রোবাস, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন দিয়ে নেয়া হয়৷
সারা দেশে রিকুইজিশন
নির্বাচনের প্রয়োজনে চাহিদা অনুযায়ী বাস, ট্রাক,মাইক্রোবাস, পিকআপ রিকুইজিশন করা হচ্ছে সারাদেশেই৷ ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩-ক ধারায় যানবাহন রিকুইজিশন সম্পর্কে বলা হয়েছে, পুলিশ কমিশনারের লিখিত আদেশবলে যে কোনো যানবাহন সাত দিনের বেশি নয়- এমন সময়ের জন্য রিকুইজিশন করা যাবে, যদি তা জনস্বার্থে প্রয়োজন পড়ে৷ আর কোনো যানবাহন রিকুইজিট করা হলে গাড়ির মালিককে নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে৷
গণপরিবহণ কম
রিকুইজিশন আতঙ্কে রাজধানীর রাস্তা থেকে রাতারাতি গাড়ির সংখ্যা কমে যাওয়ায় গণপরিবহণ সংকট প্রকট হয়ে উঠেছে৷ এতে নগর সার্ভিসের পাশাপাশি আন্তঃজেলা পরিবহণের যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে৷ বিশেষ করে সকাল ও বিকালের পিক-আওয়ারে এ সংকট তীব্র হয়ে উঠছে৷ এ সময় রাজধানীর প্রায় প্রতিটি বাস স্টপেজে অপেক্ষমাণ যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে৷
ভোগান্তিতে যাত্রীরা
গণপরিবহণ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বেগম রোজিনা, তিনি হাজারিবাগ থেকে সাভার যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছিলেন না৷ পরে গাবতলিতে এসে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে৷
লেগুনা
যানবাহন সংকটের কারণে পুলিশের অনেক কর্মকর্তাকে অনেক সময় গাড়ি ভাড়া করে বিভিন্ন স্থানে অভিযানে যেতে হয়৷ এছাড়া নিজ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক টহল দেওয়ার জন্য গাড়ি রিকুইজিশন করতে হয় সারা বছরই৷ রিকুইজিশন করা ফিটনেসবিহীন লেগুনায় পুলিশের টহলদৃশ্য খুবই পরিচিত৷
মিরপুরে গাড়ির জমায়েত
পরিবহণ মালিক সংগঠনগুলো পুলিশের সঙ্গে প্রতিবার নির্বাচনে বৈঠক করে খোরাকির টাকার বিষয়টি নিশ্চিত করলেও এবার কোনো বৈঠক হয়নি৷ তাই খোরাকির টাকা পাওয়া নিয়েও সন্দেহ তৈরি হয়েছে চালকদের মনে৷ আর এমন বিশৃঙ্খলায় ‘আতঙ্কে’ আছেন অন্যরা৷ ফলে রাস্তায় গাড়ি চালাতে অনেকে অপারগতা প্রকাশ করছেন৷ রাজধানীতে যত গাড়ি রিকুইজিশন করা হয়েছে সব বর্তমানে মিরপুর ১৩ থেকে মিরপুর ১৪ প্রধান সড়কের দুপাশে জমায়েত করা হয়েছে৷
যাত্রীদের হুড়োহুড়ি
রাজধানীতে গণপরিবহন সংকটের কারণে যখনই কোনো বাস আসে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷
বিআরটিসির বাসের আধিক্য
অন্যান্য পরিবহন না চললেও অনেক স্থানে বিআরটিসি বাস চলাচল করতে দেখা যায় রাজধানীতে৷
গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা
গাবতলীতে এসে গাড়ির জন্য অপেক্ষা করছেন গোলাম মোস্তফা তিনি নবীনগর যাবেন কিন্তু গাড়ি জন্য অপেক্ষা করছেন৷
রাজপথ যখন খেলার মাঠ
গণপরিবহণ কম ও রাস্তা বন্ধ থাকার কারণে রাজধানীর আগারগাঁওয়ে সড়কে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশুরা৷
গণপরিবহণ সংকট
রিকুইজিশন’ আতঙ্কে গাবতলি টার্মিনাল থেকে বের হচ্ছেন না বিভিন্ন রুটের বাস গুলা এতে করে গণপরিবহণ সংকটে দেখা দিয়েছে৷
পুলিশকে ঘুস
ড্রাইভার আশিক দাবি করেছেন, পুলিশ অনেক সময় টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেন৷