1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

১৯ ফেব্রুয়ারি ২০১২

এ টি এম গোলাম মাহবুব পেশায় চাকুরিজীবী৷ তবে দীর্ঘদিন ধরে তিনি লেখালেখির সঙ্গে জড়িত৷ ১৯৯২ এবং ১৯৯৪ সালে তার লেখা দুটি উপন্যাস প্রকাশিত হয়েছিল৷ সেই ছিল যাত্রার শুরু৷

https://p.dw.com/p/145hd
Kinder in DW Zentrum in Ekushey Buchmesse, Dhaka, Bangladesch Datum: 15.02.2012 Eigentumsrecht: Shakil Ahmed, Dhaka, Bangladesch
একুশে বইমেলায় ডিডাব্লিউ স্টলে শিশুরাছবি: Shakil Ahmed

তবে দীর্ঘ আঠার বছর পর আবার তিনি লিখেছেন আরেকটি উপন্যাস৷ এবারের বইমেলায় তা পাওয়া যাচ্ছে৷ আঠার বছর পর কোন ধরণের বই লিখেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘বইটি প্রকাশ করেছে ব্লগার্স ফোরাম৷ বইটির নাম ‘অন্তর গৃহ'৷ বইটি মূলত একটি সামাজিক বিশ্লেষণধর্মী বই৷''

Autor A T M Golam Mahbub aus Bangladesch (Recht mit Brille) in Ekushey Buchmesse Text:   Autor A T M Golam Mahbub aus Bangladesch (Recht mit Brille) in Ekushey Buchmesse Datum: 15.02.2012 Eigentumsrecht: Shakil Ahmed, Dhaka, Bangladesch
লেখক এটিএম গোলাম মাহবুব (সর্বডানে)ছবি: Shakil Ahmed

এর আগেও গোলাম মাহবুবের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে৷ সেই বইগুলো প্রসঙ্গে তিনি জানান, যে তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৯২ সালে৷ দ্বিতীয় বইটি প্রকাশিত হয় ১৯৯৪ সালে৷ দুটোই উপন্যাস এবং দুটি উপন্যাসেই বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে৷ বিশেষ করে দেশে সামাজিক যে অস্থিরতা বিরাজ করছে তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে সেই উপন্যাস দুটি৷ এবং পাঠকরা বই দুটো গ্রহণ করেছে সাদরে৷ সেই অনুপ্রেরণাতেই আবারো দীর্ঘদিন পর লেখা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য