আজই মুক্তি পেয়ে যেতে পারেন ট্রাম্প
৩১ জানুয়ারি ২০২০ডেমোক্রেটরা মনে করছেন, ট্রাম্পের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ পাওয়া গেছে, যেগুলো নিয়ে আরও শুনানি হওয়া প্রয়োজন৷ সেটি করা হবে কিনা তা নিয়ে শুক্রবার সেনেটে একটি ভোট অনুষ্ঠিত হবে৷
১০০ আসনের সেনেটের ৫৩ সদস্য ট্রাম্পের রিপাবলিকান দলের৷ আর ডেমোক্রেট সদস্য আছেন ৪৭ জন৷ ফলে আরও শুনানি হবে কিনা, তা নিশ্চিত করতে অন্তত ৫১ জন সেনেটরের ভোট প্রয়োজন৷ অর্থাৎ অন্তত চারজন রিপাবলিকান সদস্যকে শুনানির পক্ষে ভোট দিতে হবে৷
ইতিমধ্যে দুজন রিপাবলিকান পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন৷ আর আলাস্কার সেনেটর লিসা মুর্কোভস্কি শুক্রবার সকালে তাঁর সিদ্ধান্ত জানাবেন৷
আরেক রিপাবলিকান সেনেটের ল্যামার আলেক্সান্ডার শুনানির পক্ষে ভোট দেবেন বলে আশা করছিলেন ডেমোক্রেটরা৷ কিন্তু বৃহস্পতিবার দিন শেষে তিনি জানিয়ে দেন যে, তিনি প্রেসিডেন্টের পক্ষেই থাকবেন৷
ফলে একমাত্র আলাস্কার সেনেটর মুর্কোভস্কি যদি শুনানির পক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন তাহলে ভোটের ফলাফল ৫০-৫০ হতে পারে৷ সেক্ষেত্রে প্রধান বিচারপতি জন রবার্টস ড্র ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন৷ কিন্তু তিনি যদি তা না করেন তাহলে ডেমোক্রেটরা হেরে যাবেন৷
এই অবস্থায় রিপাবলিকানরা ট্রাম্পকে একেবারে মুক্তি দেয়ার ভোট ডাকতে পারেন এবং সেটা শুক্রবারই হতে পারে৷ সেক্ষেত্রে শুক্রবারই ট্রাম্পের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে৷
জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স, এপি)