1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগভারত

আগুন নিয়ে গুজব, রেললাইনে যাত্রীরা, পিষে দিলো ট্রেন, মৃত ১২

২৩ জানুয়ারি ২০২৫

ট্রেনে আগুন লেগেছে এই গুজবের জেরে প্রাণ বাঁচাতে পাশের লাইনে নামলেন ট্রেনের যাত্রীরা। অন্য ট্রেন পিষে দিলো তাদের।

https://p.dw.com/p/4pUcQ
মুম্বইয়ের একটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে।
আগুন লাগার গুজবের জেরে দুর্ঘটনা। মহারাশ্ট্রে ১২ জনকে পিষে দিলো ট্রেন। ছবি: Francis Mascarenhas/Reuters

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওতে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পারধানে ও মায়েজি স্টেশনের মধ্যে চেইন টানার ফলে থেমে যায় পুস্পক এক্সপ্রেস। এই চেইন টানা হয়েছিল আগুনের গুজব শুনে। একটি কামরায় কেউ 'আগুন লেগেছে, আগুন লেগেছে' বলে চিৎকার করে ওঠে। চেইন টানার পর ট্রেন থামতেই হুড়মুড় করে কিছু যাত্রী প্রাণ বাঁচানোর তাগিদে পাশের লাইনে গিয়ে দাঁড়ান। এমন সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসে কর্ণাটক এক্সপ্রেস। তারপর সেই যাত্রীর অনেককে পিষে দেয় কর্ণাটক এক্সপ্রেস। এর ফলে ১২ জন মারা গেছেন।  

যে জায়গায় ঘটনাটি ঘটেছে তা একটি বাঁকের মুখে। তাই কর্ণাটক এক্সপ্রেসের চালক আগে থেকে লাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের দেখতে পাননি। দেখার পর তিনি এমার্জেন্সি ব্রেক লাগিয়েছিলেন, হর্ম বাজিয়েছিলেন। কিন্তু তখন দেরি হয়ে গিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যারা রেললাইনে দাঁড়িয়েছিলেন, তারা প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন। কয়েকজন পেরেছেন, ১২ জন পারেননি। 

প্রত্যক্ষদর্শী যা বলেছেন

পুষ্পক এক্সপ্রেসে ছিলেন বিশাল যাদব। তিনি বলেছেন, ট্রেনটি ব্রেক কষার পর কিছু যাত্রী আগুনের ফুলকি দেখতে পেয়েছিল। তারপরই আগুন লেগেছে ভেবে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তিনিও নামতে যাচ্ছিলেন। সেসময় দেখেন অন্য লাইনে ট্রেন আসছে। তখন তিনি আবার ট্রেনে উঠতে যান। এটা করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন বিশাল। 

রেলের বক্তব্য

বার্তাসংস্থা পিটিআই-কে রেল মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, কামরায় কোনো আগুনের ফুলকি দেখতে পেয়েছিলেন যাত্রীরা। সম্ভবত এটা 'হট অ্যাক্সেল' বা 'ব্রেক বাইন্ডিং' থেকে হয়েছিল। তাকেই আগুন ভেবে ভুল করেছিলেন তারা। 

রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কর্ণাটক এক্সপ্রেসের চালক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ঘটনা এড়াতে পারেননি। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এখন দাভোসে। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়া হবে। 

ভারতে ট্রেন দুর্ঘটনা

২০২৩-২৪ আর্থিক বছরে ভারতে ৪০টি ট্রেন দুর্ঘটনায় ৩০৩ জন মারা গেছেন বলে রেল মন্ত্রণালয়ের হিসাব। 

টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, ২০২৪-২৫ সালের প্রথম পাঁচ মাসে ১৫টি রেল দুর্ঘটনা হয়েছে। মূলত যাত্রী ও মালগাড়ি লাইনচ্যূত হয়েছে। গত পাঁচ বছরে দুইশটি বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে, তার মধ্যে ১৪৫টিই ট্রেন লাইনচ্যূত হয়ে। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)