আগামীর আসবাব
২৩ এপ্রিল ২০১৫স্টকহোমের ‘ফার্নিচার অ্যান্ড লাইট ফেয়ার'৷ স্ক্যান্ডিনেভিয়ান ফার্নিচার ডিজাইনের বাৎসরিক প্রদর্শনী৷ সাড়ে ছ'শোর বেশি প্রদর্শক এখানে এসেছেন৷ দর্শকদের সংখ্যা চল্লিশ হাজার অতিক্রম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে৷ ইউরোপের উত্তরে এই শীতপ্রধান দেশগুলির তৈরি আসবাব সারা দুনিয়াতে একটা ‘ট্রেন্ড', বলেছেন প্রদর্শনীর পরিচালক সেসিলিয়া ন্যুব্যার্গ৷
এ বছর সর্বত্র রংয়ের খেলা৷ চল এখন চোখ-ধাঁধানো রং আর কিম্ভূত আকৃতির আসবাবপত্রের৷ যেমন পিঠের দিকটা অতিমাত্রায় বড়, এমন সব সোফা কিংবা আরাম কেদারা৷
আর একটি নতুন প্রবণতা চোখে পড়বে, যাকে বলা যেতে পারে ‘ওয়ার্ক বেঞ্চ লুক'৷ এ সব আসবাব বহুমূল্য হলেও, দেখলে মনে হবে যেন ছুতোর মিস্ত্রীর হাতে তৈরি৷
‘গ্রিনহাউস' হল প্রদর্শনীর কেন্দ্রবিন্দু৷ এখানে তরুণ ডিজাইনাররা তাদের সর্বাধুনিক সৃজনশীলতা দেখাচ্ছেন৷ প্রত্যেকেরই আশা, কোনো বড় আসবাবপত্রের কোম্পানি তাদের ডিজাইন কিনে নিয়ে ব্যাপক হারে তৈরি ও বিক্রি করবে৷
অফিসের আসবাবপত্রের বিপ্লব ঘটানোর পরিকল্পনা চলছে এ বছরের প্রদর্শনীতে৷ চেয়ারে ঢিলেঢালা হয়ে বসাটা নাকি পিঠ আর মেরুদণ্ডের জন্য অত্যন্ত খারাপ, বলেছেন বিজ্ঞানীরা৷ তাই হেলতে-দুলতে পারে, এমন এক ধরনের টুল উদ্ভাবন করা হয়েছে, যার উপর বসে কাজ করাও চলবে, আবার ব্যালান্স করাও চলবে৷ অথবা এক বিশেষ ‘টেলিস্কোপ' টুল ব্যবহার করে আরো উঁচুতে বসা যাবে৷ তার প্রয়োজনও পড়বে, কেননা ভবিষ্যতের টেবিলগুলোও হবে উঁচু৷ এ ভাবেই অফিসের কর্মচারীরা ফিট থাকবেন৷