আগরতলায় শেখ হাসিনা
১১ জানুয়ারি ২০১২ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক আছে৷ সেই সম্পর্কের উৎপত্তি মুক্তিযুদ্ধের সময়৷ একদিকে যেমন এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে, তেমনই ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন বাংলাদেশের বিশ লাখ মানুষ৷ তাই ত্রিপুরা আজ যেভাবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুই কন্যাকে স্বাগত জানাতে পারে, সেটা তার নিজস্ব৷ ত্রিপুরা স্বাগত জানাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও, যিনি একটি সুবিশাল প্রতিনিধিদল সঙ্গে করে এনেছেন৷ বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে ভূষিত করবে সাম্মানিক ডি.লিট ডিগ্রিতে৷
বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল৷ পরের কর্মসূচিতে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক