আকাশ পণ্যের বেসাতি
নিরাপত্তা উদ্বেগ, বাণিজ্য যুদ্ধ আর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা-সব মিলিয়ে, অস্বস্তিতে আছে বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো৷ সেই উত্তাপ কমাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেলো বিমান শিল্পের ৫৩তম প্রদর্শনী৷
বিমান নির্মাতাদের উৎসব
শুরুটা হয়েছিল ১৯০৯ সালে৷ নিয়ম বেধে দুই বছর পর পর বসে বিমানের এই পসরা৷ প্যারিসের উত্তরে লা বুর্গেট বিমানবন্দর এই প্রদর্শনীর ঠিকানা৷ বাণিজ্যিক এই প্রদর্শনীতে সামরিক ও বেসামরিক-সব আকাশযান নিয়ে আসা হয়৷ বোয়িং বা এয়ারবাসের মতো প্রতিষ্ঠানগুলো পেল নিজেদের পণ্য আর সক্ষমতা তুলে ধরার বড় সুযোগ৷ সঙ্গে থাকছে নতুন উদ্ভাবণ নিয়ে বিনামূল্যে বিজ্ঞাপণ!
চাপের মুখে বোয়িং?
স্বচ্ছ্ব নীল আকাশে না তাকিয়ে, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যেন উদ্বিগ্ন বোয়িং! ৭৩৭ ম্যাক্স নিয়ে প্রশ্নের মুখে বিমান তৈরির বৃহৎ প্রতিষ্ঠানটি৷ এই বিমান দুই দুর্ঘটনার কবলে পড়েছে৷ আর প্রাণ হারিয়েছেন ৩৪৬ আরোহী৷ ফলে আকাশ ছেড়ে, মাটিতে আশ্রয় নিয়েছে মডেলটি৷ সোমবার, প্রতিষ্ঠানটির সিএফও জানিয়েছেন, ওই বিমানের প্রয়োজনীয় পরিবর্তন আনতে, তারা দৃঢ়প্রতিজ্ঞ৷
সংকটে বোয়িং, সুযোগ এয়ারবাসের?
প্রর্দশনীতে বুঝে শুনে আলোচনার বাইরে থাকার চেষ্টা করেছে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং৷ যা ইউরোপের অতি আদরের এয়ারবাসের বিপরীত মেরু! সুযোগ যখন এলো, তখন এ৩৩ নিও মডেলের বিমানটি নিয়ে বেশ হাঁক-ডাক দিয়েছে এয়ারবাস৷ যা আগের এ৩৩০ প্রশস্ত জেটের নতুর সংস্করণ৷ এছাড়াও এ৩৫০-১০০০ এবং এ৩২১এলআর বিমান দুটি নিয়েও বেশ ফুরফুরে মেজাজে ছিল এয়ারবাস৷
ইউরোপের সেরা
ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ জোরের সঙ্গে বলে আসছেন, এয়ারবাস হলো ইউরোপের চ্যাম্পিয়ন৷ তাই এয়ারবাস কর্তৃপক্ষেরও ইচ্ছে ছিল, প্রদর্শনী ঘুরে দেখার সময় সময়, যেন রাষ্ট্রপতি আসেন তাদের স্টলে৷ হয়েছেও তাই৷ সুদিন চলছে এয়ারবাসের৷ ৫০তম জন্মদিনে চুটিয়ে ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি৷ যা আবার ভেঙেছে পুরনো সব রেকর্ড৷
স্বাগত এমব্রেয়ার
বোয়িং আর এয়ারবাস আলোচনা এবার থাক৷ বিমান নির্মাণে যারা শীর্ষে যেতে চায়, তাদের জন্য প্রদর্শনীটি ছিল একটা দারুণ প্ল্যাটফর্ম৷ ব্রাজিলের প্রতিষ্ঠান এমব্রেয়ারের তৈরি ই১৯৫-২ বিমানটিও দৃষ্টি কেড়েছে৷ যদিও দিন শেষে, বিমান বাণিজ্যটা বোয়িং আর এয়ারবাসের ডুয়োপলিতে ঘুরপাক খাচ্ছে৷ কারণ এ বছরের শেষ নাগাদ, এমব্রেয়ারের বাণিজ্যিক বিমানের অংশে পুরো দখল নিতে যাচ্ছে বোয়িং৷
রাশিয়ার ভালোবাসা
এবার চোখ ফেরানো যাক, রাশিয়ার বহুমাত্রিক আনসাত হেলিকপ্টারে৷ অ্যাম্বুলেন্স সেবার সঙ্গে ভিআইপি যাতায়াতে বেশ উপযোগী এই আকাশযান৷ রাশিয়ান হেলিকপ্টার হোল্ডিংস কোম্পানির তৈরি আনসাত এই প্রথম ইউরোপে এলো৷ ৩০ বছর আগে, প্যারিস এয়ার শোতে এসেছিল রাশিয়ার বেসামরিক রবোক্রাফট৷
ফাইটার জেটও আছে!
দৃষ্টিটা বেসামরিক বিমানে আটকে গেলেও, প্রদর্শনী জুড়ে ছিল শক্তিশালী সামরিক আকাশ যান৷ নানা রকমের যুদ্ধ বিমান, সামরিক হেলিকপ্টারের পসরা সাজিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো৷ বিশেষ করে তার্কিশ এরোস্পেসের ফাইটার জেট ওয়ান-টু-ওয়ান মক-আপ নজর কেড়েছে অনেকের৷