1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনা-কাদেরই

২১ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেন৷ দলটির ২১ তম কাউন্সিলে তাদেরকে পুননির্বাচিত করা হয়৷

https://p.dw.com/p/3VBhK
Bangladesch Fotoreportage von der Nationalversammlung der Awami Liga in Dhaka
ছবি: Asif Mahmud Ove

শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন৷ এরপর তিন সদস্যের নির্বাচন কমিশনের কাছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু সভাপতি পদে আবারও শেখ হাসিনার নাম প্রস্তাব করেন৷  তাতে সমর্থন দেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য৷ অন্য কোনো প্রার্থী না থাকায় টানা নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব পান শেখ হাসিনা৷

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক৷ আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তাতে সমর্থন দেন৷ এই পদের জন্য আর কোনো প্রস্তাব না থাকায় ওবায়দুল কাদেরই টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷

নতুন কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসেনি সভাপতিমণ্ডলীতেও৷ পুরোনোদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান৷

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহাবুব-উল আলম হানিফ ও দীপু মনির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম৷

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)