1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়

হাফসা হোসাইন৩০ ডিসেম্বর ২০০৮

নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট৷ এদিকে ১০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা৷

https://p.dw.com/p/GPMr
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফলাফল সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে৷ তার তিনদিনের মধ্যেই নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন৷ এর পর পরই নতুন সরকার গঠন করা হবে৷

Bangladesch Wahlen 2008
এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল লক্ষনীয়৷ছবি: Mustafiz Mamun

নবম জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯ টি আসনের মধ্যে ২৯৮ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে৷ মহাজোট জিতেছে ২৬৩টি আসনে৷ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ৩১টি আসন৷ অন্যান্য দল জিতেছে ৪টি আসন৷

মহাজোটের ২৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগই পেয়েছে ২৩০টি আসন৷ ১৯৭০-এর সাধারণ নির্বাচনের পর এবার আরেকটি ঐতিহাসিক জয় পেয়েছে আওয়ামী লীগ৷ বাংলাদেশ নির্বাচন কমিশনের মুখপাত্র এসএম আসাদুজ্জামান বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ পরিস্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অন্য কোন দল ছাড়া এককভাবেই সরকার গঠন করতে পারবেন৷

আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিতেছে ২৯টি আসনে৷ এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলো৷ এবারের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি৷ দলের মুখপাত্র রিজভী আহমেদ বলেছেন, তাদের ভোটারদের ভোট দিতে দেয়া হয় নি৷ পোলিং এজেন্ট এবং নির্বাচনী কর্মকর্তাদেরও কাজ করতে দেয়া হয় নি৷

Bangladesch Wahlen
আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিতেছে ২৯টি আসনে৷ছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে৷ ভোটার উপস্থিতি ছিলো ৮৫ শতাংশ৷ গ্রামীণ কোন কোন এলাকায় এই হার ছিলো ৯০ শতাংশ৷

দেশী-বিদেশী আড়াই লাখেরও বেশি পর্যবেক্ষক ছিলেন নির্বাচনে৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে সন্তোষ প্রকাশ করেছেন তারা৷ ব্রাক ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব গভর্নেন্স স্টাডিজ –এর পরিচালক মঞ্জুর হাসান বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বোঝা যাবে বিএনপি নির্বাচনের ফলাফল মেনে নেবে কি-না৷ সেই সাথে তাঁর মন্তব্য, এই বিপুল বিজয়ের মাধ্যমে বিশাল দায়িত্ব এখন শেখ হাসিনার কাঁধে৷ তিনি সতর্ক করে বলেছেন, কোন সরকার এ ধরনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে বিরোধীদলের উপর স্টিমরোল চালানোর একটা আশংকা থাকে৷ কিংবা সরকার যা চায় তা-ই করার একটা প্রবণতা থাকে৷

নির্বাচনের সব প্রক্রিয়াই সঠিকভাবে মানা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা৷ নির্বাচনে ইইউ-র ১৫০ সদস্যের পর্যবেক্ষক দল ছিলো৷ ইইউ-র প্রধান পর্যবেক্ষক, ইউরোপীয় পার্লামেন্টে জার্মান উদারপন্থী দলের সাংসদ কাউন্ট আলেক্সান্ডার লাম্বসডর্ফ জানিয়েছেন, নির্ভুল উপায়ে ভোট গণনা হয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তা চলেছে৷ দক্ষিণ এশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক দল বলেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ হয়েছে৷

মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোটার উপস্থিতির এই উচ্চ হারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের তীব্র আকাঙ্খারই প্রতিফলন ঘটেছে৷

এদিকে , নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এএফপি-কে জানিয়েছেন, নতুন সরকার গঠনের ব্যাপারে এখনও দিন তারিখ ঠিক না হলেও আগামী মাসের শুরুতেই নতুন সরকার শপথ নিতে পারে৷ নতুন সরকার গঠনের সময়সীমা সর্বোচ্চ ১ মাস৷ তবে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার প্রেক্ষিতে তাঁরা মনে করছেন যে আগামী ৭ জানুয়ারী ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার৷