আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়
৩০ ডিসেম্বর ২০০৮স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফলাফল সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে৷ তার তিনদিনের মধ্যেই নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন৷ এর পর পরই নতুন সরকার গঠন করা হবে৷
নবম জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯ টি আসনের মধ্যে ২৯৮ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে৷ মহাজোট জিতেছে ২৬৩টি আসনে৷ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ৩১টি আসন৷ অন্যান্য দল জিতেছে ৪টি আসন৷
মহাজোটের ২৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগই পেয়েছে ২৩০টি আসন৷ ১৯৭০-এর সাধারণ নির্বাচনের পর এবার আরেকটি ঐতিহাসিক জয় পেয়েছে আওয়ামী লীগ৷ বাংলাদেশ নির্বাচন কমিশনের মুখপাত্র এসএম আসাদুজ্জামান বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ পরিস্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অন্য কোন দল ছাড়া এককভাবেই সরকার গঠন করতে পারবেন৷
আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিতেছে ২৯টি আসনে৷ এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলো৷ এবারের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি৷ দলের মুখপাত্র রিজভী আহমেদ বলেছেন, তাদের ভোটারদের ভোট দিতে দেয়া হয় নি৷ পোলিং এজেন্ট এবং নির্বাচনী কর্মকর্তাদেরও কাজ করতে দেয়া হয় নি৷
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে৷ ভোটার উপস্থিতি ছিলো ৮৫ শতাংশ৷ গ্রামীণ কোন কোন এলাকায় এই হার ছিলো ৯০ শতাংশ৷
দেশী-বিদেশী আড়াই লাখেরও বেশি পর্যবেক্ষক ছিলেন নির্বাচনে৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে সন্তোষ প্রকাশ করেছেন তারা৷ ব্রাক ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব গভর্নেন্স স্টাডিজ –এর পরিচালক মঞ্জুর হাসান বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বোঝা যাবে বিএনপি নির্বাচনের ফলাফল মেনে নেবে কি-না৷ সেই সাথে তাঁর মন্তব্য, এই বিপুল বিজয়ের মাধ্যমে বিশাল দায়িত্ব এখন শেখ হাসিনার কাঁধে৷ তিনি সতর্ক করে বলেছেন, কোন সরকার এ ধরনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে বিরোধীদলের উপর স্টিমরোল চালানোর একটা আশংকা থাকে৷ কিংবা সরকার যা চায় তা-ই করার একটা প্রবণতা থাকে৷
নির্বাচনের সব প্রক্রিয়াই সঠিকভাবে মানা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা৷ নির্বাচনে ইইউ-র ১৫০ সদস্যের পর্যবেক্ষক দল ছিলো৷ ইইউ-র প্রধান পর্যবেক্ষক, ইউরোপীয় পার্লামেন্টে জার্মান উদারপন্থী দলের সাংসদ কাউন্ট আলেক্সান্ডার লাম্বসডর্ফ জানিয়েছেন, নির্ভুল উপায়ে ভোট গণনা হয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তা চলেছে৷ দক্ষিণ এশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক দল বলেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ হয়েছে৷
মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোটার উপস্থিতির এই উচ্চ হারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের তীব্র আকাঙ্খারই প্রতিফলন ঘটেছে৷
এদিকে , নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এএফপি-কে জানিয়েছেন, নতুন সরকার গঠনের ব্যাপারে এখনও দিন তারিখ ঠিক না হলেও আগামী মাসের শুরুতেই নতুন সরকার শপথ নিতে পারে৷ নতুন সরকার গঠনের সময়সীমা সর্বোচ্চ ১ মাস৷ তবে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার প্রেক্ষিতে তাঁরা মনে করছেন যে আগামী ৭ জানুয়ারী ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার৷