‘আইপ্যাড ২’ এর বিক্রি শুরু হচ্ছে আজ
১১ মার্চ ২০১১ক্রেতারা স্থানীয় সময় ভোর চারটা, বাংলাদেশে তখন দুপুর ২টা, থেকে অনলাইনে আইপ্যাডের জন্য অর্ডার দিতে পারবেন৷ তবে হাতে পাবেন স্থানীয় সময় বিকাল ৫টার পর৷
যুক্তরাষ্ট্র জুড়ে থাকা অ্যাপলের ২৩৬টি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে আইপ্যাড৷ দাম রাখা হবে আগের মতই৷ ধারণক্ষমতাভেদে যেটা ৪৯৯ থেকে ৮২৯ ডলারের মধ্যে৷
এ মাসেরই ২৫ তারিখ থেকে জার্মানি, ফ্রান্স, জাপান সহ ২৬টি দেশের ক্রেতারা আইপ্যাড ২ কিনতে পারবেন৷
এবার আইপ্যাডের সামনে, পেছনে ক্যামেরা যোগ করা হয়েছে৷ ফলে স্থির বা চলমান ছবি তোলা বা ভিডিও চ্যাট সবই করা যাবে এবার৷ আর আইপ্যাড ২ আগের চেয়ে দেখতে পাতলা ও ওজনে হালকা৷ আগেরটার ওজন ছিল দেড় পাউন্ড, আর এবারটার ১.৩ পাউন্ড, মানে ৫৯০ গ্রাম৷ এছাড়া ‘এ৫' নামক চিপ সংযোজনের কারণে আইপ্যাড ২ এর গতি আগের চেয়ে অনেক বেশি হবে৷
জানা গেছে, গত বছর এপ্রিলে বাজারে আসার পর সারা বিশ্বে প্রায় দেড় কোটির মত আইপ্যাড বিক্রি হয়েছে৷ যা থেকে অ্যাপলের আয় হয়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার৷
আইপ্যাডের এই জনপ্রিয়তা দেখে অন্যান্য কোম্পানিও ট্যাবলেট কম্পিউটার বানাতে মাঠে নেমে পড়ে৷ ফলে বাজারে ইতিমধ্যে চলে এসেছে বেশ কয়েকটি ট্যাবলেট কম্পিউটার৷ কিন্তু এর মধ্যে শুধুমাত্র সামসুং'এর তৈরি ‘গ্যালাক্সি ট্যাব' সাড়া জাগাতে সমর্থ হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন৷
প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘গার্টনার' বলছে, এ বছর সাড়ে পাঁচ কোটি ট্যাবলেট কম্পিউটার বিক্রি হতে পারে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী