আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে বিজিবি মোতায়েন
১৬ নভেম্বর ২০২৩নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পঞ্চম দফায় দেশব্যাপী অবরোধ কর্মসূচীর মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো৷
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন৷
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও তার আশেপাশের জেলায় ৩২ প্লাটুন ও সারাদেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় গণপরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷
টাঙ্গাইলে ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুনে দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, ‘‘নাশকতার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ সংগঠিত হয়েছে৷ কারা ঘটিয়েছে এটা তদন্তের বিষয়৷ তদন্ত শেষে আমরা এ বিষয়ে বলতে পারবো৷''
স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে অংশে আগুন লেগেছে তা সিসি ক্যামেরার আওতার বাইরে থাকায় কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন দিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস আলী জানান ‘‘আগুন লেগেছে ঠিক আছে৷ তবে কী কারণে আগুন লেগেছে তা বলতে পারবো না৷''
এসএইচ/এফএস (দ্য ডেইলি স্টার)